Famous Places in Bangladesh (69 টি প্রশ্ন )
 

সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।


 

মোঘল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। মাত্র এক বছর পরেই দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙগজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এসময় একটি মসজিদও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়।নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণকাজ শুরু করেন। তবে শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর এ দুর্গ অপয়া মনে করা হয় এবং শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন। এই পরী বিবির সাথে শাহজাদা আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল। পরী বিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়। শায়েস্তা খাঁ দরবার হলে বসে রাজকাজ পরিচালনা করতেন। ১৬৮৮ সালে শায়েস্তা খাঁ অবসর নিয়ে আগ্রা চলে যাবার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করে যান। এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরীবিবির সমাধি নামে পরিচিত। বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে মার্বেল পাথর, কষ্ট

- বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রু ছিলো সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীন।
- এই জনপদের অন্তর্গত ছিল মহাস্থানগড়।
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- বর্তমান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পুর্ণিয়া অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অঞ্চল ও বাংলাদেশের উত্তরাঞ্চল পৌণ্ড্র রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পৌণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পৌণ্ড্রনগর যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।


 

Lalmonirhat is a district, situated at the north side border of Bangladesh. It is a part of the Rangpur Division.










 

অপরূপ সৌন্দর্যের আধার এ দ্বীপ ককসবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার। তিন দিকে সমুদ্র সৈকত,সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন। বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্য মন্ডিত। এটি মহেশখালী কেনেল দ্বারা কক্সবাজারের মূল ভূখন্ড থেকে বিছিন্ন হয়েছে।

এর এটি দেশের প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র। এখানকার ম্যানগ্রোভ বন এবং উপকুলীয় বনভূমি, সাগরে গাঢ় নীল পানি, কেয়া বন, লাল কাঁকড়া, বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি পর্যটকদের মনে দোলা দেয়। এই দ্বীপটি বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য নির্বাচিত হয়েছে।


 

প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল

 


 

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত

 


 

বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে এখন রয়েছে লোকশিল্প যাদুঘর। এই জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র, তৈজসপত্র, পোশাক,বর্ম, অলংকার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা।


চকবাজার শাহী মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকা এলাকার চকবাজারে অবস্থিত একটি মোগল আমলের মসজিদ। মোগল সুবেদার শায়েস্তা খান এটিকে ১৬৭৬ খ্রিষ্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটিই সম্ভবত বাংলায় উঁচু প্লাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত-স্থাপনা।
 

লালবাগ শাহী মসজিদটি নির্মান করেন যুবরাজ মোহাম্মদ আযম


 

লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন শায়েস্তা খান


 

লালবাগ কেল্লার নির্মান কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আযম


 

বিখ্যাত শাহ সুফী হযরত আমানত শাহের মাজার অবস্থিত চট্রগ্রামে


 

বিখ্যাত ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন পীর খান জাহান আলী

 


 

১৩৪৫ সালে সোনারগাঁও ভ্রমণ করেন ইবনে বতুতা


কিছু স্থানের পুরাতন নামঃ
লালবাগ দূর্গ→→→→ তেহাবাগ দূর্গ
আসাদ গেট→→→→ আইয়ুব গেট
মহাস্থানগড়→→→→ পুন্ড্রবর্ধন
শেরে বাংলা নগর→→আইয়ুবনগর
ময়নামতি→→→→ রোহিতগিরি
সোনারগাঁও→→→→সুবর্ণগ্রাম
পদ্মা→→→→→→ কীর্তিনাশা
নিঝুম দ্বীপ→→→ বাউলার চর
যমুনা→→→→→ জোনাই নদী।
 

সাত গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা ৩টি


 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আহসান মঞ্জিল জাদুঘর উদ্ধোধন করেন ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর


 

বঙ্গভবন হচ্ছে রাষ্ট্রপতির সরকারী বাসভবন

 


 

ঢাকার চন্দ্রিমা উদ্যানের পার্শ্বে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনটির নাম করতোয়া


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0