Countires (170 টি প্রশ্ন )
- বেঙ্গাজি (Benghazi) লিবিয়ার (Libya) দ্বিতীয় বৃহত্তম শহর এবং সাইরেনাইকা (Cyrenaica) অঞ্চলের সবচেয়ে বড় শহর।
- এটি লিবিয়ার উত্তর-পূর্ব অংশে অবস্থিত এবং ভূমধ্যসাগরের গালফ অফ সিড্রা (Gulf of Sidra) উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর।
- বেঙ্গাজি শহরটি লিবিয়ার বাণিজ্য, শিল্প, পরিবহন এবং সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
- বেঙ্গাজি শহরের ইতিহাস প্রাচীন গ্রিক উপনিবেশ থেকে শুরু হয়, যা প্রায় ৫২৫ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি পরবর্তীতে রোমান, বাইজেন্টাইন, এবং ওসমান সাম্রাজ্যের অধীনে ছিল।
- বর্তমানে এটি লিবিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র।
- মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় 13টি অনুভূমিক ডোরা (stripes) রয়েছে।
- এই ডোরাগুলো পর্যায়ক্রমে লাল এবং সাদা রঙের।
- এই 13টি ডোরা মূলত আমেরিকার প্রতিষ্ঠাকালীন 13টি উপনিবেশকে প্রতিনিধিত্ব করে যারা গ্রেট ব্রিটেনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা লাভ করেছিল এবং একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র গঠন করেছিল।
- The Panmunjom Declaration is a peace treaty signed between North Korea and South Korea on April 27, 2018, at the Peace House in the Joint Security Area.
- The declaration was signed by North Korean Supreme Leader Kim Jong-un and South Korean President Moon Jae-in
- বি‌শ্বে প্রথম কার্বন কর চালু করে - ফিনল্যান্ড (১৯৯০ সা‌লে)।
- বি‌শ্বে প্রথম কার্বন কর বা‌তিল করে - অ‌স্ট্রে‌লিয়া (২০১৪ সা‌লে)। চালু ক‌রে‌ছি‌লো ২০১২ সা‌লে
 - দক্ষিণ আফ্রিকার মাঝে অবস্থিত রাষ্ট্র লেসেথো।
উল্লেখ্য, যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র অবস্থিত, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ২টি- (১) ইতালি ও (২) দক্ষিণ আফ্রিকা।
ভ্যাটিকান সিটি এবং স্যান ম্যারিনো আলাদা দুটি দেশ কিন্তু ইতালির অভ্যন্তরে অবস্থিত তাই ইতালি ছিদ্রায়িত রাষ্ট্র অপরদিকে, দক্ষিণ আফ্রিকার মাঝে অবস্থিত রাষ্ট্র লেসেথো।
-ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত।
-এ স্থানটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস। 
-এর কেন্দ্রস্থলে নেলসন'স কলাম রয়েছে যার চতুর্পার্শ্বে চারটি সিংহ ভাস্কর্য বিদ্যমান।
-ট্রাফাগাল যুদ্ধ জয় এবং নেলসনের প্রতি সম্মান জানাতে লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফাগাল স্কয়ার নির্মিত হয়।
-ট্রাফাগাল যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ। এই যুদ্ধে ব্রিটেন জয় লাভ করে। এই যুদ্ধের নেতৃত্বে দেন ডমিরাল লর্ড নেলসন।




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

হংকং: এটি চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত।

আফগানিস্তান: এটি একটি স্থলবেষ্টিত দেশ যা মধ্য এশিয়ায় অবস্থিত। এর কোনও উপকূলরেখা নেই এবং এটি স্থল দ্বারা অন্যান্য দেশ দ্বারা বেষ্টিত।

পাকিস্তান: এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর একটি উপকূলরেখা রয়েছে যা আরব সাগরের সাথে সংযুক্ত।

নাইজেরিয়া: এটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি দেশ। এর একটি উপকূলরেখা রয়েছে যা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।








ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0