Countires (168 টি প্রশ্ন )
- The Panmunjom Declaration is a peace treaty signed between North Korea and South Korea on April 27, 2018, at the Peace House in the Joint Security Area.
- The declaration was signed by North Korean Supreme Leader Kim Jong-un and South Korean President Moon Jae-in
- বি‌শ্বে প্রথম কার্বন কর চালু করে - ফিনল্যান্ড (১৯৯০ সা‌লে)।
- বি‌শ্বে প্রথম কার্বন কর বা‌তিল করে - অ‌স্ট্রে‌লিয়া (২০১৪ সা‌লে)। চালু ক‌রে‌ছি‌লো ২০১২ সা‌লে
 - দক্ষিণ আফ্রিকার মাঝে অবস্থিত রাষ্ট্র লেসেথো।
উল্লেখ্য, যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র অবস্থিত, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ২টি- (১) ইতালি ও (২) দক্ষিণ আফ্রিকা।
ভ্যাটিকান সিটি এবং স্যান ম্যারিনো আলাদা দুটি দেশ কিন্তু ইতালির অভ্যন্তরে অবস্থিত তাই ইতালি ছিদ্রায়িত রাষ্ট্র অপরদিকে, দক্ষিণ আফ্রিকার মাঝে অবস্থিত রাষ্ট্র লেসেথো।
-ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত।
-এ স্থানটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস। 
-এর কেন্দ্রস্থলে নেলসন'স কলাম রয়েছে যার চতুর্পার্শ্বে চারটি সিংহ ভাস্কর্য বিদ্যমান।
-ট্রাফাগাল যুদ্ধ জয় এবং নেলসনের প্রতি সম্মান জানাতে লন্ডনে নেলসনের সমাধির পাশে ট্রাফাগাল স্কয়ার নির্মিত হয়।
-ট্রাফাগাল যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ। এই যুদ্ধে ব্রিটেন জয় লাভ করে। এই যুদ্ধের নেতৃত্বে দেন ডমিরাল লর্ড নেলসন।















হংকং: এটি চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত।

আফগানিস্তান: এটি একটি স্থলবেষ্টিত দেশ যা মধ্য এশিয়ায় অবস্থিত। এর কোনও উপকূলরেখা নেই এবং এটি স্থল দ্বারা অন্যান্য দেশ দ্বারা বেষ্টিত।

পাকিস্তান: এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর একটি উপকূলরেখা রয়েছে যা আরব সাগরের সাথে সংযুক্ত।

নাইজেরিয়া: এটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি দেশ। এর একটি উপকূলরেখা রয়েছে যা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।











সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0