Resources Of Bangladesh (26 টি প্রশ্ন )
- ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় এবং ১৯৫৭ প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
-বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস।
-বর্তমানে দেশে আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র ৩১টি।
- এর মধ্যে চালু আছে ২৯টি।
অর্থনৈতিক সমীক্ষা ২০২২

 

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ- গ্যাস; প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়- ১৯৫৫ সালে; প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়- ১৯৫৭ সালে; বাংলাদেশকে গ্যাস অনুসন্ধানের জন্য- ২৩টি ব্লকে ভাগ করা হয়েছে।




 

বর্তমানে সর্বশেষ দেশের ২৬ তম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে “নারায়ণগঞ্জে”





 

ঘোড়শাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া


 

চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাচামাল বাঁশ





ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ দেশের প্রথম এবং পুরাতন ইউরিয়া সার কারখান, ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ, সিলেট জেলায় স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে এ্যামোনিয়াম সালফেট প্ল্যান্টটি স্থাপন করা হয়।










 

Sher-e-Bangla Nagar, Dhaka


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0