হরমুজ প্রনালী সংযুক্ত করেছে-

 

A লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে

B ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে

C জিব্রাল্টার ও লোহিত উপসাগরকে

D ওমান উপসাগর ও লোহিত উপসাগরকে

Solution

Correct Answer: Option B

হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে।
- বসফরাস প্রণালি : কৃষ্ণসাগর ও মমর্র সাগর
- দার্দানেলিস প্রণালি : ঈজিয়ান সাগর ও মর্মর সাগর
- বাবেল মান্দেব প্রণালি : লোহিত সাগর ও এডেন উপসাগর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions