Nobel & other Prizes (50 টি প্রশ্ন )
নোবেল পুরস্কার ২০২৪

• মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
• পুরুষ ১০ ও নারী ১।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পান একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)।
• নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে।  

বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)
অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। 
ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট


পদার্থবিজ্ঞান:
১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। 
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


রসায়ন:
১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] 
২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)
অবদান(২ ও ৩):  প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্য
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


সাহিত্য:
১) হান ক্যাং (দ. কোরিয়া)
অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে
ঘোষণা: সুইডিশ একাডেমি


শান্তি:
১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] 
অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায়
ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি

অর্থনীতি:
১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)
অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য
ঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স
- শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ৬ অক্টোবর, ২০২৩ নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। নোবেল কমিটি জানায়, ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও সবার জন্য স্বাধীনতার পক্ষে তার যে প্রচেষ্টা, সেজন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
-লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে 12 মার্চ, 2023 তারিখে 95 তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
-অনুষ্ঠানটির আয়োজক ছিলেন অ্যামি শুমার, রেজিনা হল এবং ওয়ান্ডা সাইকস।
-সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র হলো- কোডা,  এটি তিনটি পুরস্কার জিতেছে।

-অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেঃ

-দ্য পাওয়ার অফ দ্য ডগ (সেরা পরিচালক এবং সেরা সিনেমাটোগ্রাফি),
-ওয়েস্ট সাইড স্টোরি (আরিয়ানা ডিবোসের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী),
-কিং রিচার্ড (উইল স্মিথের জন্য সেরা অভিনেতা),
-এবং টার (সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম)।
-প্রথমবারের মতো তিন নারী অস্কারের আয়োজক ছিল।

-ট্রয় কোটসুর হলেন প্রথম বধির অভিনেতা যিনি অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন।
-Coda হল প্রথম ছবি যেখানে প্রধানত বধির চরত্র ছিল সেরা ছবির পুরস্কার।

নোবেল পুরস্কার বিজ্ঞান, সাহিত্য এবং শান্তিতে কৃতিত্বের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার।

Nobel Prize 2022 Winners List

Nobel Prize in Physics    

  • Alain Aspect
  • John F Clauser
  • Anton Zeilinger

Nobel Prize in Chemistry              

  • Carolyn Bertozzi
  • Morten Meldal
  • Barry Sharpless

Nobel Prize in Physiology or Medicine    
Svante Paabo 

Nobel Prize in Literature
Annie Ernaux.

Noble Prize in Economics             

  • Ben S. Bernanke
  • Douglas W. Diamond
  • Philip H. Dybvig

Nobel Peace Prize           

  • Ales Bialiatski
  • Memorial Human Rights Organization (Russia)
  • Center for Civil Liberties Human Rights Organisation (Ukrainian)
উল্লেখ্য, আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল দেওয়ার কথা উল্লেখ ছিল না, কিন্তু ১৯৬৮ সালে  Sveriges Riksbank(central bank of Sweden) নিজেদের অর্থায়নে আলফ্রেড নোবেলের স্বরণে অর্থনীতিতে একটি পুরষ্কার চালু করে।
-এটি নোবেল পুরষ্কারের সাথেই ঘোষণা করা হয় এবং সর্বত্রই নোবেল পুরষ্কারের সমমর্যাদা সম্পন্ন হিসেবে বিবেচিত।





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


 

Leo Tolstoy, was a Russian writer who is regarded as one of the greatest authors of all time.









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

১৯০১ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বৎসর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।











ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0