- চট্টগ্রাম ইপিজেড (Chattogram EPZ) বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। - এটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি সবচেয়ে বেশি সংখ্যক শিল্প কারখানা ধারণ করে। - ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম ইপিজেডে ১৫৭টি শিল্প ইউনিট কার্যক্রমে রয়েছে। এটি অন্যান্য ইপিজেডের তুলনায় সর্বাধিক। - চট্টগ্রাম ইপিজেডের অবস্থান দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিকটে, যা আমদানি-রপ্তানির জন্য অত্যন্ত সুবিধাজনক। এই কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী এই অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী। - চট্টগ্রাম ইপিজেডে তৈরি পোশাক, ইলেকট্রনিক্স, প্লাস্টিক পণ্য, এবং চামড়াজাত পণ্যের মতো বিভিন্ন শিল্প রয়েছে।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর DIFE- ( Department of Inspection for Factories and Establishments ) বাংলাদেশের শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও বিভিন্ন খাতে ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে কাজ করে থাকে ।
- বর্তমানে ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) মহাসচিব হলেন হোসেন ইব্রাহিম তাহা। - তিনি ২০২১ সালের ১৭ নভেম্বর OIC-এর ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। - চাদের এই কূটনীতিক ২০২০ সালে নাইজারে অনুষ্ঠিত OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম অধিবেশনে নির্বাচিত হন। - তার নেতৃত্বে OIC মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। - তিনি ফরাসি, আরবি এবং ইংরেজি ভাষায় দক্ষ এবং এর আগে চাদের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
-সিকিউরিটিজ মার্কেটে স্টক-ব্রোকার, সাব-ব্রোকার, শেয়ার ট্রান্সফার এজেন্ট, মার্চেন্ট ব্যাঙ্কার এবং ইস্যুর ম্যানেজার, ট্রাস্টির ট্রাস্টি, ইস্যুর রেজিস্ট্রার, আন্ডাররাইটার, পোর্টফোলিও ম্যানেজার, বিনিয়োগ উপদেষ্টা এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের ব্যবসা নিবন্ধন ও নিয়ন্ত্রণ করা। -বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। -বাংলাদেশের শেয়ারবাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)। বর্তমানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) হয়েছে।
The Government has so far established three Juvenile Development Centres under the provision of the Children Act, 1974, each of which consists of one Juvenile Court, one Remand Home and one Training Institute. These Centres are :
(i) National Juvenile Development Centre, Tongi, Gazipur (for 200 boys) (ii) National Juvenile Development Centre, Konabari, Gazipur (for 150 girls) (iii) Juvenile Development Centre, Jessore (for 150 boys )
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।