Solution
Correct Answer: Option C
Caedmon ইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)
3) তাকে Father of English Sacred Song বলা হয়।
4) ক্যাডমন যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো-স্যাকসন ভাষাতেই রচনা করেছেন এবং তাকে আংলো স্যাকসন যুগের মিল্টন বলা হয়।
5) তাঁর রচিত কাব্য হল Hymn of Caedmon (হিম অব কিডমন) এবং Paraphrase (প্যারাফ্রেজ)
6) তাঁর গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল -Historia ecclesiastica gentis Anglorum (এ্যাঙ্গলসদের ধর্মীয় জীবনের ইতিহাস।)