What is the median of the modes in the dataset {-5, 4, 3, 7, 2, 1, 3, 4, 5, -1, 7, 8, -4, 2, 6 } ?
Solution
Correct Answer: Option D
প্রশ্নে বলা হচ্ছে। প্রদত্ত ডাটা সেটের প্রচুরকের মধ্যক কত ?
প্রদত্ত ডাটাসেট কে আমরা ক্রমানুসারে সাজিয়ে পাই ( ছোট থেকে বড় আকারে ) ঃ
-5, -4, -1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 6, 7, 7, 8 এখানে 2, 3, 4 এবং 7 প্রত্যেকেই আছে দুই বার করে । তাই প্রচুরকগুলি হলো 2, 3, 4 এবং 7
∴ প্রচুরকগুলির মধ্যক = 3+4/2 = 7/2 = 3.5