Uttara Bank Ltd – Probationary Officer - 2017 (99 টি প্রশ্ন )

Solution: 

 Rom (Read Only Memory): রম একটি স্থায়ী প্রকৃতির প্রধান মেমোরি । রমের স্মৃতিতে রক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায় কিন্তু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না ।

 তাই একে Rom বলে । কম্পিউটার চালু কারার জন্য প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম রম স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে ।  


Solution: 

প্রথম থেকে পঞ্চম প্রজন্মের কম্পিউটাগুলোর বৈশিষ্ট্য নিম্নরুপঃ 

 প্রজন্ম  1st  2nd   3rd   4th   5th
 বৈশিষ্ট্য  

 Vacuum

 Tubes 

 Transistors  

 Integrated

Cireuits (IC)  

 Microprocessor  

 Artificial 

 Intelligence (AI)  


 ই-মেইল সার্ভার বা সংক্ষেপে মেইল সার্ভার হল নেটওয়ার্কের একটি কম্পিউটার যা ভার্চ্যুয়াল পোস্ট অফিস হিসেবে কাজ করে । মেইল সার্ভারে POP বা IMAP এবং STMP প্রোটোকল ব্যবহার করা হয় । 

SMTP : SMTP এর পূর্ণরুপ হল Simple Mail Transfer Protocol. যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে বর্হিমুখী বা আউটগোয়িং মেইল বলা হয় । আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রোটোকল ব্যবহার করা হয় । 






Solution: 

 ১ - ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহিত চুক্তির মাধ্যমে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় । উইরোপের সর্ববৃহৎ পর্বতমালার নাম আল্পস এবং পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেনীর নাম আন্দিজ পর্বতমালা । 


- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে বিলুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।

-ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় ।
-কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল । 
-বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে ।

- সূর্যোদয়ের দেশ :  জাপান
- নিশীথ সূর্যের দেশ / ধীবরের দেশ : নরওয়ে 
- ম্যাপল পাতার দেশ : কানাডা


 Solution: 

 আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য স্থানগুলো হলো যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, জেমিনিকান প্রজাতন্ত্র, গ্রীনল্যান্ড, কিউবা ইত্যাদি । 


 The Statue of Liberty ভাস্কর্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের New York শহরের New York Harbor এ অবস্থিত । তামার তৈরি এই ভাষ্কর্যটির স্থপতি Frederic Auguste Bartholdi এবং এটি তৈরি করেন

 Gustave Eiffel, যা ১৮৮৬ সালের ২৮শে অক্টোবর তারিখে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দেয় ।  



 বর্তমান ১২ ম গভর্নর আব্দুর রউফ তালুকদার  এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের মেয়াদ ৪ বছর । 


Solution: 

     খেতাব   বীরশ্রেষ্ঠ   বীর উত্তম   বীর বিক্রম   বীর প্রতীক 
 মুক্তিযোদ্ধার সংখ্যা     ৭ জন    ৬৮ জন    ১৭৫ জন     ৪২৬ জন  

Solution: 

 27 September, 2015 সালে মোট 17 টি Sustainable Development Goals ( SDGs), 169 টি  Targets এবং 304 টি Indicators সহ Sustainable Development Goal of United Nations তৈরী হয় ।

 17 টি Sustainable Development Goals (SDGs) গুলো হলোঃ  

1.         No Poverty    2.              Zero Hunger   
3.    Good Health & Well-Being    4.         Quality Education  
5.        Gender Equality    6.      Clean Water & Sanitation  
7.   Affordable & Clean Energy   8.   Decent work & Economic Growth  
9.  Industry, Innovation & Infrastructure     10.      Reduced Inequality 
11.  Sustainable Cities & Communities   12. Responsible Consumption & Production    
13.         Climate Action   14.           Life Below Water 
15.         Life on Land   16.      Peace, Justice & Institutions 
17. Partnerships for the Goals   


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



 Solution: 

 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ ঃ ৬ বা ৫ ঃ ৩ । 


 Solution: 

 বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী গঠিত হয় ২১শে নভেম্বর ১৯৭১ সালে । পাকিস্তান পক্ষের নেতৃত্ব দিয়েছেন জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী ।

 ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে এ. কে খান নিয়াজী বাহিনীর কমান্ডর ও সেনাধ্যক্ষ জেনারেল জগজিৎ সিং অরোরা ।   



 Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, 100m দৌড় প্রতিযোগিতায় A,B কে 10m এবং B,C কে 13m ব্যবধানে পরাজিত করে । তাহলে 180m দৌড় প্রতিযোগিতায় B,C কে কত ব্যবধানে হারাবে ? 

এখানে, B এবং C এর পার্থক্য = 13 - 10 = 3m  

 100m প্রতিযোগিতায় B,C কে = 3m ব্যবধানে হারায় 

180m প্রতিযোগিতায় B,C কে = \(\frac{{3 \times 180}}{{100}}\) = 5.4m ব্যবধানে হারায় । 


 Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, একটি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 10% বাড়ানো হলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে ? 

 ধরি, আয়তক্ষেত্রের আদি দৈর্ঘ্য x মিটার এবং আদি প্রস্থ y মিটার । 

আদি ক্ষেত্রফল xy বর্গমিটার 

 দৈর্ঘ্য 10% বাড়লে নতুন দৈর্ঘ্য হবে = \((x + \frac{{10x}}{{100}}) = \frac{{11x}}{{10}}\)  মিটার 

 এবং প্রস্থ 10% বাড়লে নতুন প্রস্থ হবে = \((y + \frac{{10y}}{{100}}) = \frac{{9y}}{{10}}\) মিটার 

আয়তাক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = \((\frac{{11x}}{{10}} \times \frac{{9y}}{{10}}) = \frac{{99xy}}{{100}}\) বর্গমিটার 

ক্ষেত্রফল কম = \((xy - \frac{{99xy}}{{100}}) = (\frac{{100xy - 99xy}}{{100}}) = \frac{{xy}}{{100}}\) বর্গমিটার 

ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে = \((\frac{{\frac{{xy}}{{100}}}}{{xy}} \times 100) = (\frac{{xy}}{{100}} \times \frac{1}{{xy}} \times 100)\) = 1% 

 অর্থাৎ ক্ষেত্রফল 1% কমবে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, এক ব্যক্তি প্রতি বছরে 200 টাকা করে সঞ্চয় করে এবং তা 5% হার চক্রবৃদ্ধি সুদে ধার দেয় । 3 বছর পর তার মূলধন কত হবে ? 

 প্রথম বছরে ঐ ব্যক্তির আয় 200 টাকা 

5% হার চক্রবৃদ্ধি সুদে ১ম বছরে সুদাসল হবে C = 200 \((1 + \frac{5}{{100}})\)    => C = \(200 \times \frac{{21}}{{20}}\) = 210 টাকা  

২য় বছরে তার আয় আরো 200 টাকা হলে এক্ষেত্রে মোট বিনিয়োগ হবে = 200 + 210 = 410 টাকা । 

ফলে সুদাসল হবে = \(410(1 + \frac{5}{{100}}) = 410 \times \frac{{21}}{{20}}\) = 430.50 টাকা । 

আবার, ৩য় বছরে আয় আরো 200 টাকা হলে মোট বিনিয়োগ হবে = 430.5 + 200 = 630.5 টাকা 

  ৩য় বছর শেষে সুদাসল হবে = \(630.5(1 + \frac{5}{{100}}) = 630.5 \times \frac{{21}}{{20}}\) = 662.025 টাকা । 


 Solution:  

 একজন লোক 4% সুদে 2 বছরের জন্য 5,000 টাকা ধার নিল । তারপরই সে ঐ টাকা \(6\frac{1}{4}\% \) হারে 2 বছরের জন্য অন্য জনকে ধার দিল । তার লাভ কত হলো ? 

 2 বছরে তাকে সুদ দিতে হবে = \(\frac{{5000 \times 4 \times 2}}{{100}}\)       = 400 টাকা  

 সে 2 বছরে সুদ পাবে = \(\frac{{5000 \times 25 \times 2}}{{4 \times 100}}\) = 625 টাকা  

সে Gain করবে 2 বছরে = 625 - 400 = 225 টাকা 

সে 1 বছরে Gain করবে = 225/2 = 112.50 টাকা  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

(কি অনুপাতে দুই ধরনের চা প্রতি কেজি ৬২ টাকার ও ৭২ টাকার মিশ্রিত করলে চা মিশ্রনের প্রতি কেজির গড় মূল্য ৬৪.৫ টাকা হবে?)

ধরি, ৬২ টাকা কেজি চায়ের ওজন  x কেজি
৭২ টাকা কেজি চায়ের ওজন  y কেজি

প্রশ্নমতে,(62×x)+(72×y)=64.5(x+y)
or,62x+72y=64.5x+64.5y
or,64.5x -62x=72y - 64.5y
or,2.5=7.5y
or,x/y=7.5/2.5
 x:y=3:1


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0