Currency swap facility has been extended by the government for which international body's members ?
Solution
Correct Answer: Option B
১৫ নভেম্বর, ২০১২ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময় প্রথা সুবিধা কার্যকর হয়। ভারতের রিজার্ভ ব্যাংকের আহবানে মুদ্রা বিনিময় সুবিধাটি ২০১৫ সালে ২ বছরের জন্য বাড়িয়ে ২০১৭ সাল পর্যন্ত করা হয়। ভারতের রিজার্ভ ব্যাংক আবার এই মুদ্রা বিনিময় সুবিধাটি সার্কভুক্ত দেশেগুলোর জন্য ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বর্ধিত করে।