Which Nobel laureate was awarded their second Nobel Prize in Chemistry in December 2022?

A K. Barry Sharpless

B William Bradford Shockey

C John Bardeen

D Walter Houser Brattain

Solution

Correct Answer: Option A

- কে. ব্যারি শার্পলেস একজন মার্কিন বিজ্ঞানী, যিনি ২০২২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

- রসায়নে যৌথভাবে নোবেল জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি, মর্টেন মেলডাল ও কে. ব্যারি শার্পলেস।
- `ক্লিক কেমেস্ট্রি' ও ‘বায়ো-অর্থোজোন্যাল কেমেস্ট্রি’র উন্নয়নে অবদান রাখায় ক্যারোলিন আর. বেরতোজি, মর্টেন মেলডাল ও কে. ব্যারি শার্পলেসকে রসায়নে নোবেল দেওয়া হয়।

- পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ৮১ বছর বয়সী কে. ব্যারি শার্পলেস।
- এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন তিনি।

- এর আগে মাত্র চারজন ব্যক্তি দুবার নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
- তারা হলেন: মারি ক্যুরি, লিনাস পাউলিং, জন বারডিন ও ফ্রেডরিক স্যাঙ্গার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions