নিজের কোনটি শব্দালঙ্কার নয়?

A যমক

B উপমা

C অনুপ্রাস

D শ্লেষ

Solution

Correct Answer: Option B

- শব্দালঙ্কার নয়- উপমা।

বাংলা অলঙ্কার প্রধানত দুই প্রকার।
১.শব্দালঙ্কার
- শব্দের ধ্বনিরূপকে অবলম্বন করে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে বলা হয় শব্দালঙ্কার।
যেমন- 
- অনুপ্রাস,
- যমক,
- শ্লেষ,
- বক্রোক্তি ইত্যাদি। 

২.অর্থালঙ্কার।
- শব্দের অর্থকে কেন্দ্র করে সৃষ্ট অলঙ্কারকে বলা হয় অর্থালঙ্কার।
যেমন-
- উপমা
- উৎপ্রেক্ষা,
- অতিশয়োক্তি ইত্যাদি। 



Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions