এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% থেকে কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কম বা বেশি?
A ১% বেশি
B ১% কম
C সমান
D ২% বেশি
Solution
Correct Answer: Option B
সর্বপ্রথম মূল্য= ১০০ টাকা
১০% বাড়ালে পণ্যের বর্ধিত মূল্য= ১০০+১০০x(১০/১০০) টাকা
= ১১০ টাকা
আবার, বর্ধিত মূল্য ১০% কমানো হলে মূল্য= {১১০-১১০x(১০/১০০)} টাকা
= ৯৯ টাকা
∴ সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের {(১০০-৯৯)/১০০}x১০০} বা ১% কম।