কৃষ্ণ গহ্বরের প্রকৃতি সম্পর্কে প্রধান ধারণা কে দেন?
A নিউটন
B গ্যালিলিও
C আইনস্টাইন
D স্টিফেন হকিং
Solution
Correct Answer: Option C
কৃষ্ণ গহবর (Black Hole) মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। কৃষ্ণ গহ্বরের ধারণাটি আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্বের একটি অত্যন্ত আকর্ষণীয় ও চমকপ্রদ ফসল।