নিচের কোন বাগধারাটির সাথে 'বালির বাঁধ' বাগধারাটির মিল আছে?
A হাঁড়ি ঠেলা
B সাপে - নেউলে
C তাসের ঘর
D অমাবস্যার চাঁদ
Solution
Correct Answer: Option C
- 'তাসের ঘর' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী।
- 'বালির বাঁধ' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী।
অন্যদিকে,
- ‘সাপে - নেউলে’ বাগধারাটির অর্থ ‘ভীষণ শক্রতা’।
- ‘অমাবস্যার চাঁদ’- বাগধারাটির অর্থ ‘দুর্লভ বস্তু’।