’সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে?
A আহসান হাবীব
B শহীদুল্লাহ কায়সার
C সুনীল গঙ্গোপাধ্যায়
D আনিস চৌধুরী
Solution
Correct Answer: Option B
- শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার রচিত বিখ্যাত উপন্যাস হলো ‘সারেং বৌ’।
- ‘রাজবন্দীর রোজনামচা’ তার বিখ্যাত স্মৃতিকথা এবং ‘পেশোয়ার থেকে তাশখন্দ’ তার ভ্রমণকাহিনী।
- শহীদুল্লাহ কায়সার ছিলেন আরেকজন বিখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান এর বড় ভাই।