এক কথায় প্রকাশ করুন ‘যে ভূমিতে ফসল জন্মায় না’।
A পতিত
B অনুর্বর
C ঊষর
D বন্ধ্যা
Solution
Correct Answer: Option C
যে ভূমিতে ফসল জন্মায় না - ঊষর
যে জবিতে আবাদ করা হয়নি - পতিত
যে জমির উৎপাদন শক্তি নেই - অনুর্বর
যে নারীর কোন সন্তান হয় না - বন্ধ্যা
মৃত গবাদি পুশ ফেলবার স্থান - ভাগাড়
যে নারীর স্বামী ও পুত্র মৃত - অবীরা