ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
A ব্যাকরণ কৌমুদী
B ব্যাকরণ মঞ্জুষা
C মুগ্ধবোধ ব্যাকরণ
D অষ্টাধ্যায়ী
Solution
Correct Answer: Option A
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
- তার রচিত ব্যাকরণ গ্রন্থ 'ব্যাকরণ কৌমুদী' ।
- সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও (১৮৫১) বর্ণপরিচয়ের মতো অভিনব— এর আগে বাংলা ভাষায় কোনো সংস্কৃত ব্যাকরণ ছিল না।
- চার খন্ডে লেখা ব্যাকরণ-কৌমুদীও (১৮৫৩-৬৩) তাঁর ব্যাকরণ রচনার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান।