নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?
Solution
Correct Answer: Option C
সরল রেখার সাধারণ সমীকরণ ax + by + c = 0
- x = 1/y এটি সরল রেখার সমীকরণ নয়।
- কারণ, এখানে x এবং y -এর মধ্যে সম্পর্ক ভগ্নাংশের মাধ্যমে দেওয়া হয়েছে, যা একটি সরল রেখার সমীকরণ তৈরি করে না।
- এটি আসলে একটি বক্ররেখা (hyperbola) নির্দেশ করে।