Solution
Correct Answer: Option B
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
================================
এই প্রশ্নের উত্তর কেউ বলে WTO আবার কেউ বলে EU
♦এখানে তিনটা জিনিস বিচার করলে আমরা উত্তর পেয়ে যাবো-
১) অর্থনৈতিক বিষয়টা কী?
২) বানিজ্যিক বিষয়টা কী?
৩) জোট বিষয়টা কী?
১) অর্থনৈতিক সংগঠনগুলো অর্থনৈতিক সহযোগিতা এবং ঋণ প্রদান করে থাকে,অবকাঠামো নির্মাণে সহায়তা করে থাকে।যেমন -EU,ADB,IDB,World Bank
২) বানিজ্যিক সংগঠন বলতে বুঝাবে এমন সংগঠনকে যে সংগঠন গুলো অবাধ বানিজ্য,শুল্কমুক্ত বানিজ,শুল্ক সংক্রান্ত বাধা দূর করে,ডাম্পিং,এন্টি ডাম্পিং, ট্যারিফ,প্যারা ট্যারিফ,নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে কাজ করে।যেমন WTO,CARICOM,
৩) জোট বলতে বুঝাবে এমন সংস্থা কে যার সদস্য হবে একটি নির্দিষ্ট এলাকার দেশ সমূহ।
এবার আসুন মূল ব্যাখ্যায় ------- WTO কাজ করে বানিজ্য নিয়ে,ঋণ দেয় না তাহলে WTO কে অর্থনৈতিক বলা যাচ্ছে না পাশাপাশি WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি যা কোন নির্দিষ্ট এলাকার দেশ নয় তাহলে WTO কে জোট ও বলা যাবে না।
অপরদিকে EU এর দুটি বডি European Central Bank এবং European Commission ঋণ প্রদান করে থাকে তাহলে EU কে অর্থনৈতিক বলা যাচ্ছে এবং জোট ও বলা যাচ্ছে কারণ ইউরোপের ২৭ টি দেশ EU এর সদস্য।
প্রশ্ন ছিলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
যুক্তি অনুসারে European Union.