Who introduced 'Euphuism' in English Literature?
Solution
Correct Answer: Option B
জন লিলি ছিলেন একজন ইংরেজ লেখক, নাট্যকার এবং রাজনীতিবিদ। তিনি তাঁর "ইউফুস: দ্য অ্যানাটমি অফ উইট" (Euphues: The Anatomy of Wit) উপন্যাসের (১৫৭৮) মাধ্যমে ইংরেজি সাহিত্যে 'ইউফুয়িজম' নামে একটি স্বতন্ত্র গদ্যশৈলী প্রবর্তন করেন।