Which of the following is not an Arab country?
Solution
Correct Answer: Option C
- ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ হলেও এটি আরব দেশ নয়।
- দেশটির অধিকাংশ মানুষ ফার্সি (Persian) ভাষায় কথা বলে, আরবি ভাষায় নয়।
- জাতিগতভাবে তারা আরবের অধিবাসী নয়, বরং তারা পারস্য বা পার্সিয়ান (Persian) জাতির অংশ।
- ইরাক, মিশর এবং সিরিয়া হলো আরব বিশ্বের অন্তর্ভুক্ত রাষ্ট্র, যেখানে প্রধান ভাষা আরবি এবং সংস্কৃতি আরবীয়।
- ইরান বর্তমানে একটি ইসলামি প্রজাতন্ত্র এবং ঐতিহাসিকভাবে এটি বিশাল পারস্য সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল।