What is the position of Bangla among the most spoken languages of the world?
Solution
Correct Answer: Option C
- এথনোলগ (Ethnologue)-এর ২০২৪ সালের ২৮তম সংস্করণ অনুযায়ী, বিশ্বে মোট ভাষার সংখ্যা ৭,১৫৯টি।
- মাতৃভাষা বা নেটিভ ভাষা-ভাষীর সংখ্যা বিচারে বাংলা ভাষার অবস্থান বিশ্বে ৫ম।
- তবে মোট ব্যবহারকারী বা ভাষাভাষীর সংখ্যা বিচারে বাংলা ভাষার অবস্থান বিশ্বে ৭ম।
- মোট ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের শীর্ষ স্থানীয় ভাষা হলো ইংরেজি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যান্ডারিন (চীনা)।
- মাতৃভাষা হিসেবে বিশ্বের শীর্ষ স্থানীয় ভাষা হলো ম্যান্ডারিন (চীনা) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ।
- তালিকায় মোট ব্যবহারকারীর সংখ্যায় বাংলার উপরে থাকা ভাষাগুলো হলো যথাক্রমে- ইংরেজি, ম্যান্ডারিন, হিন্দি, স্প্যানিশ, ফরাসি এবং আরবি।