Solution
Correct Answer: Option A
- 'Renaissance' একটি ফরাসি (French) শব্দ, যার আভিধানিক অর্থ হলো 'Rebirth' (পুনর্জন্ম) বা 'Revival of learning' (জ্ঞানের পুনর্জাগরণ)।
- ইংরেজি সাহিত্যে ও ইউরোপীয় ইতিহাসে চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে রেনেসাঁ বলা হয়।
- মূলত মধ্যযুগের অন্ধকারাচ্ছন্নতা কাটিয়ে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন, শিল্প, সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের যে নবজাগরণ বা পুনরুত্থান ঘটেছিল, তাকেই 'Renaissance' বা রেনেসাঁ বলা হয়।