Honour and glory __ his reward.
Solution
Correct Answer: Option A
- "Honour and glory" যদিও দুটি শব্দ, এখানে একই ধারণা বা জিনিসকে নির্দেশ করছে, তাই একবচন হিসেবে গণ্য হয়।
- একবচন হওয়ায় ক্রিয়াপদ হবে is।
সঠিক বাক্য: Honour and glory is his reward.
ভুল অপশনগুলো:
B) are → শুধুমাত্র তখনই ব্যবহার হবে যদি দুটি আলাদা জিনিস বোঝানো হয়।
C) has / D) have → ক্রিয়াপদের ধরন ভুল; বাক্যে linking verb প্রয়োজন, action verb নয়।