- Letter of credit বা LC হল আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা। অর্থাৎ, আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক যে পত্র ইস্যু করে তাকে প্রত্যয়পত্র বা এলসি বলে। অর্থনীতি সংক্রান্ত কিছু শব্দ সংক্ষেপঃ - GDP: Gross Domestic Product - GNP: Gross National Product - GNH: Gross National Happiness - NNP: Net national Product - BTC: Bangladesh Tariff Commission - VGD: Vulnerable Group Development - VFG: Vulnerable Froup Feeding - OMS: Open Marke Sale - L.C: Letter of Credit - TCP: Trading Corporation of Bangladesh
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions