Bangladesh & International Affairs (117 টি প্রশ্ন )
- Air India Flight AI 171, একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ১২ জুন ২০২৫ তারিখে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।
- বিমানটি টেক-অফের ৩০ সেকেন্ডের মধ্যেই উচ্চতা হারিয়ে আহমেদাবাদ সিভিল হাসপাতাল ক্যাম্পাসের আবাসিক ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
- এতে বিমানের ২৪২ জনের মধ্যে ২৪১ জন (২৩০ যাত্রী ও ১২ ক্রু) নিহত হন, কেবলমাত্র একজন ব্রিটিশ নাগরিক অলৌকিকভাবে বেঁচে যান। দুর্ঘটনায় মাটিতে থাকা আরও ২০ জনের বেশি মানুষের মৃত্যু ও বহু আহত হয়।
- South Korea সরকার একটি নতুন policy চালু করেছে যাতে মানুষকে রাজধানী Seoul থেকে দেশের অন্যান্য অঞ্চলে স্থানান্তর করতে উৎসাহিত করা হয়।
- এই কর্মসূচির আওতায় সরকার financial support দিচ্ছে — প্রতি পরিবার প্রায় ১০ মিলিয়ন Korean Won (যা প্রায় ৭,৫০০ মার্কিন ডলার) পর্যন্ত সাহায্য দিচ্ছে, যদি তারা Seoul ছেড়ে নির্ধারিত অন্য শহর বা অঞ্চলে চলে যায়।

- এর মূল উদ্দেশ্য হলো — Seoul-এর overpopulation, high housing cost, এবং infrastructure burden কমানো, এবং একই সঙ্গে দেশের অন্যান্য অংশে economic activity ও জনসংখ্যা distribution বাড়ানো।
- 'Zolfaghar‑1401’ হলো ইরানের বার্ষিক সামরিক মহড়ার শুভনাম।
- এই মহড়া অনুষ্ঠিত হয় Gulf of Oman-এর উপকূলে ও Hormuz প্রণালীর আশেপাশে, যেখানে commandos, fighter jets, drones, submarines সহ নৌ, স্থল ও বিমান বাহিনীর অংশগ্রহণ রয়েছে।
- 'July Martyrs Memorial Foundation' এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।
- এই ফাউন্ডেশনটি ১২ সেপ্টেম্বর ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল উদ্দেশ্য হলো ছাত্র আন্দোলনের সময় নিহত শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা প্রদান করা।
- প্রফেসর মুহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে এই ফাউন্ডেশনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
- এটি একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংস্থা যা শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের আর্থিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য কাজ করে।
- এই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয় একটি সাত সদস্যের নির্বাহী কমিটির মাধ্যমে।
- চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট কর্ণফুলী টানেল নির্মাণ করা হইয়েছে।
- এর দৈর্ঘ্য ৩.৪০ (মূল টানেলের দৈর্ঘ্য ৩.০২ কি.মি.) কি.মি. ।
- ২০১৯ সালে টানেলটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে নির্মিত প্রথম ও দীর্ঘতম এ সুড়ঙ্গপথের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লি.।
- এ টানেলের মাধ্যমে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে 'One city two towns
- আলু ষোড়শ শতাব্দীতে স্পেনীয় অভিযাত্রীদের মাধ্যমে ইউরোপে প্রবর্তিত হয়েছিল।
- যখন স্প্যানিশরা দক্ষিণ আমেরিকা (বিশেষ করে পেরু এবং বলিভিয়া) জয় করে, তখন তারা আলুর সাথে পরিচিত হয়।
- আলু ছিল সেখানকার স্থানীয়দের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস।
- স্পেনীয়রা এই নতুন ফসলটিকে ইউরোপে নিয়ে আসে।
- প্রাথমিকভাবে, আলু ইউরোপে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেনি।
- একে বিষাক্ত মনে করা হতো এবং শুধুমাত্র ঔষধি বা কৌতূহলের বস্তু হিসেবে গণ্য করা হতো।
- দুর্ভিক্ষের সময় এবং ধীরে ধীরে এর খাদ্যগুণ সম্পর্কে জানার পর এটি ইউরোপের বিভিন্ন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
- ফ্রান্সের সমাজে অষ্টাদশ শতাব্দীর শেষদিকে চার্চ কর্তৃক আদায় করা করকে টাইথ (Tithes) বলা হত।
- এটি ছিল কৃষকদের আয়ের এক-দশমাংশ, যা চার্চকে দিতে হতো।
- এই কর কৃষকদের উপর একটি বড় আর্থিক বোঝা ছিল এবং ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হিসেবেও এটি বিবেচিত হয়।
 -বাংলাদেশের মধ্যভাগ দিয়ে Tropic of Cancer অতিক্রম করে।
-এই রেখা উত্তর গোলার্ধে অবস্থিত একটি কাল্পনিক রেখা, যার উপর সূর্য সরাসরি উপরে থাকে উত্তরায়ণের সময়।
-বাংলাদেশের মধ্যভাগে এই রেখা অতিক্রম করার কারণে বাংলাদেশের বেশিরভাগ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত।
-বাংলাদেশ স্টান্ডার্ড টাইম (BST) গ্রিনিচ মিডিয়ান টাইম (GMT) এর সাথে 6 ঘণ্টা এগিয়ে রয়েছে।
-অর্থাৎ, যখন GMT-এ সকাল 9:00 টা হবে, তখন BST-এ বিকাল 3:00 টা হবে।
-বাংলাদেশ পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই GMT এর সাথে এগিয়ে রয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-Tropic of cancer বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করে।
-এই রেখা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি কাল্পনিক রেখা যা উত্তরায়ণের সময় সূর্য সরাসরি উপরে থাকে।
-বাংলাদেশের মধ্যভাগে এই রেখা অতিক্রম করার কারণে বাংলাদেশের বেশিরভাগ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত।
● জাতিসংঘ সর্বপ্রথম LDC তালিকা প্রকাশ করে- ১৯৭১ সালে।
● বাংলাদেশ LDC তে অন্তর্ভুক্ত হয়- ১৯৭৫ সালে।
● ECOSOC'র সুপারিশে বাংলাশে চুড়ান্তভাবে LDC'র তালিকায় গৃহীত হয়-১৯৭৬ সালে।
● বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়- ২০১৫ সালের ১ জুলাই।
● স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার প্রাথমিক যোগ্যতা অর্জন করে- ১৫ মার্চ ২০১৮ সালে।
● CDP এর হিসাব অনুযায়ী বাংলাদেশ ২০২৪ সালে LDC থেকে পুরোপুরি বের হয়ে যাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে ২০২৪ এর পরিবর্তে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ LDC থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন





 

Bankim Chandra Chattopadhy was the first editor of literacy magazine ‘Bangadarshan’. Rabindranath Tagore become the editor after his death.



 

The Garo live in Mymensingh.

The Rakhain live in Cox's Bazar

The Marma and the Tripura live in Rangamati

The Monipuri live in Sylhet.


 

intergovernmental organization involved in rural development and poverty alleviation. It was established on 6 July 1979 at the initiative of the countries of the Asia-Pacific region and the Food and Agriculture Organization (FAO) of the United Nations with support from several other UN bodies and donors. Initially it had six members countries and has grown to fifteen. It is headquartered in Chameli House,in front of the Supreme court of Bangladesh Dhaka.


 

The Tropic of Cancer, also referred to as the Northern Tropic, is the most northerly circle of latitude on the Earth at which the Sun may appear directly overhead at its culmination.


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0