Liberation War of Bangladesh (101 টি প্রশ্ন )


 

426 persons were awarded the title 'Bir protik'


  ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।
♦জন্মঃ ১৯৪৩ সালে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রাম।
♦কর্মস্থলঃ ই পি আর।
♦পদবীঃ ল্যান্স নায়েক।
♦তিঁনিই একমাত্র বীরশ্রেষ্ঠ যিনি মরণোত্তর পদোন্নতিপ্রাপ্ত হন।বাংলাদেশ রাইফেলস ১৯৭৩ সালে তাঁকে সিপাহী থেকে অনারারি ল্যান্সনায়েক পদে পদোন্নতি প্রদান করে।
♦যুদ্ধ করেনঃ ১ নং সেক্টরে।
♦শহীদ হনঃ ১৯৭১ সালের ৮ এপ্রিল, বীরশ্রেষ্ঠ দের মাঝে প্রথম শহীদ হন।
♦সমাধিঃ রাঙ্গামাটি জেলার নানিয়ারচর।
♦নামকরনঃ তাঁর নামে তাঁর নিজের গ্রাম সালামতপুর কে রউফনগর করা হয়েছে।

 



 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮)


 

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই দুই বীর নারীর নাম৷


 

১০নং সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিলনা। নৌবাহিনীর কমান্ডো দ্বারা এটি গঠিত হয়েছিল। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে এদের পাঠানো হত।



 

প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা ১৯৭১ সালের ৭ ই ডিসেম্বর। যশোরের শার্শা উপজেলাকে স্বাধীনতা যুদ্ধের প্রবেশদ্বার বলা হয়। 



East Germany recognized Bangladesh on January 11, 1972. This was indeed very early in Bangladesh's independence, occurring shortly after the country gained independence in December 1971.
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে। এরপর ১৭ এপ্রিল ,১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
যথা ঃ
  - প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
   - রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
   - উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
   - অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী।
   - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং
   - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।

১৭ এপ্রিলে উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাঃ

- মুজিবনগর সরকার গঠন। 
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা।
- স্বাধীনতার সংবিধানিক ঘোষণা।
- আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা।
- প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ।
- বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা। 
- প্রথম মন্ত্রিসভা গঠন। 


-১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। 
-তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 
-কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।









২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল।  পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব।







সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0