Solution
Correct Answer: Option B
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে ১৯০১ সাল থেকে ১৯১০ সাল পর্যন্ত সময়কালকে ‘The Edwardian Period’ বলা হয়।
- ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাঁর পুত্র রাজা সপ্তম এডওয়ার্ড (King Edward VII) ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
- তাঁর নামানুসারেই ১৯০১ থেকে ১৯১০ (তাঁর মৃত্যু পর্যন্ত) সময়কালকে এডওয়ার্ডিয়ান যুগ বলা হয়।
- এটি ভিক্টোরিয়ান যুগের পরবর্তী এবং মডার্ন পিরিয়ড বা আধুনিক যুগের শুরুর দিকের অংশ।