T.S. Eliot was born in __
Solution
Correct Answer: Option D
⇒ আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও সমালোচক টি.এস. এলিয়ট (T.S. Eliot)।
⇒ তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তাঁর বিখ্যাত কবিতা ‘The Waste Land’-এর জন্য সুপরিচিত।
⇒ যদিও তিনি জীবনের বড় একটা সময় ইংল্যান্ডে কাটিয়েছেন এবং পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন (১৯২৭ সালে), কিন্তু তাঁর জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে (USA)।
⇒ তিনি ১৮৮৮ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে জন্মগ্রহণ করেন।