Did he ... home yesterday?
Solution
Correct Answer: Option C
- Past Indefinite Tense-এর প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে 'Did' ব্যবহৃত হয়।
- ইংরেজি গ্রামারের নিয়মানুযায়ী, বাক্যে 'Did' থাকলে পরবর্তী মূল ভার্বটি সর্বদা Present Form (V1) বা বেস ফর্মে হয়।
- এখানে চারটি অপশনের মধ্যে 'come' হলো ভার্বের বেস ফর্ম বা Present Form।