দেওয়া আছে, মোট ছাত্র সংখ্যা = ৬০ জন পরীক্ষায় কৃতকার্য ছাত্র সংখ্যা = ৪২ জন ১ম ধাপে অকৃতকার্য ছাত্র সংখ্যা বের করতে হবে। সুতরাং, অকৃতকার্য ছাত্র সংখ্যা = (৬০ - ৪২) জন = ১৮ জন
এখন, অকৃতকার্যের শতকরা হার নির্ণয় করতে হবে। ৬০ জন ছাত্রের মধ্যে অকৃতকার্য হয় ১৮ জন ১ জন ছাত্রের মধ্যে অকৃতকার্য হয় = ১৮/৬০ জন ১০০ জন ছাত্রের মধ্যে অকৃতকার্য হয় = (১৮ × ১০০) / ৬০ জন = (৩ × ১০) জন [১৮ এবং ৬০ কে ৬ দ্বারা ভাগ করে পাই ৩ এবং ১০; আবার ১০ দিয়ে ১০০ কে ভাগ করে পাই ১০] = ৩০ জন সুতরাং, অকৃতকার্যের হার ৩০%
শর্টকাট নিয়ম: অকৃতকার্যের হার = (অকৃতকার্য ছাত্র সংখ্যা / মোট ছাত্র সংখ্যা) × ১০০% = (১৮ / ৬০) × ১০০% = (৩ / ১০) × ১০০% = ৩০%
- হাঁপানি কোনো জীবাণুবাহিত বা সংক্রামক রোগ নয়, এটি মূলত একটি অ্যালার্জিজনিত বা শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি সমস্যা। - এটি সাধারণত বংশগত কারণ, ধুলাবালি, ধোঁয়া বা অ্যালার্জেন দ্বারা ফুসফুসের শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে। - অন্যদিকে, হাম (Measles) একটি ভাইরাসজনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ যা শিশুদের বেশি হয়। - টাইফয়েড (Typhoid) হলো সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট পানিবাহিত সংক্রামক রোগ। - যক্ষা (Tuberculosis) একটি বায়ুবাহিত সংক্রামক ব্যাধি যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। - সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে হাম, টাইফয়েড এবং যক্ষা—এই তিনটিই জীবাণু (ভাইরাস বা ব্যাকটেরিয়া) দ্বারা সৃষ্টি হয়, কিন্তু হাঁপানি তা নয়।
- মানব চোখের লেন্সটি একটি দ্বি-উত্তল (biconvex) লেন্স বা উভোত্তল লেন্স হিসেবে কাজ করে। - লেন্সটি স্বচ্ছ এবং স্থিতিস্থাপক প্রোটিন দ্বারা গঠিত, যা চোখের মধ্যে আলোর প্রতিসরণে সাহায্য করে। - এই লেন্সটির আকৃতি এমন যে এর মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু, যা উত্তল লেন্সের প্রধান বৈশিষ্ট্য। - লেন্সটি বাইরে থেকে আসা আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে চোখের পেছনের পর্দায় বা রেটিনায় একটি পরিষ্কার প্রতিবিম্ব তৈরি করে। - সিলিয়ারি পেশীর সাহায্যে এই লেন্সটি তার আকৃতি পরিবর্তন করতে পারে, যার ফলে আমরা কাছের ও দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পাই—একে উপযোজন বলা হয়।
- অশ্বশক্তি বা হর্সপাওয়ার (Horsepower - HP) হলো ক্ষমতা বা শক্তি পরিমাপের একটি একক। - ১ অশ্বশক্তি ৭৪৬ ওয়াট (746 Watts) -এর সমান। - এই এককের ধারণা সর্বপ্রথম উপস্থাপন করেছিলেন বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট। - ইঞ্জিনের ক্ষমতার সাথে ঘোড়ার ক্ষমতার তুলনা করার জন্য তিনি এই এককটি চালু করেছিলেন। - বৈজ্ঞানিক পরিভাষায়, প্রতি সেকেন্ডে ৫৫০ পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষজ বলের বিপরীতে এক ফুট উপরে তোলার ক্ষমতাকে ১ অশ্বশক্তি বলা হয়।
- CNG বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হলো উচ্চ চাপে সংকুচিত এক প্রকার প্রাকৃতিক গ্যাস যা যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। - প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, যার পরিমাণ সাধারণত ৮০-৯০ শতাংশ। - বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস অত্যন্ত উন্নত মানের এবং এতে মিথেনের পরিমাণ প্রায় ৯৫-৯৯ শতাংশ পর্যন্ত থাকে। - মিথেন ছাড়াও প্রাকৃতিক গ্যাসে সামান্য পরিমাণে ইথেন, প্রোপেন ও বিউটেনের মতো অন্যান্য হাইড্রোকার্বন থাকে। - এই গ্যাস ব্যবহার করা পরিবেশবান্ধব কারণ এটি পেট্রোল বা ডিজেলের তুলনায় কম কার্বন নিঃসরণ করে।
- আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব (Theory of Relativity) প্রদানের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। - আপেক্ষিকতার তত্ত্ব বলতে মূলত দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত তত্ত্বকে বোঝায়— বিশেষ আপেক্ষিকতা (১৯০৫) এবং সাধারণ আপেক্ষিকতা (১৯১৫)। - বিশেষ আপেক্ষিকতা তত্ত্বটি মহাকর্ষের অনুপস্থিতিতে সমস্ত ভৌত ঘটনার আচরণ ব্যাখ্যা করে। - সাধারণ আপেক্ষিকতা তত্ত্বটি মহাকর্ষ বল, জ্যোতির্বিদ্যা এবং মহাজাগতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। - এই যুগান্তকারী তত্ত্বের জন্যই আধুনিক পদার্থবিজ্ঞানের মোড় ঘুরে যায় এবং আইনস্টাইন সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন হিসেবে স্বীকৃতি পান।
- বাতাসে আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের মাত্রা পরিমাপের জন্য হাইগ্রোমিটার (Hygrometer) যন্ত্রটি ব্যবহৃত হয়। - এই যন্ত্রটি আবহাওয়াবিদদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাতাসের আর্দ্রতার উপর ভিত্তি করেই বৃষ্টিপাতের পূর্বাভাস বা কুয়াশার সম্ভাবনা নির্ণয় করা হয়। - হাইগ্রোমিটারের পাশাপাশি সাইক্রোমিটার (Psychrometer) নামক যন্ত্রটিও আর্দ্রতা মাপার কাজে ব্যবহৃত হয়, যা মূলত এক ধরণের সরল হাইগ্রোমিটার। - বাকি অপশনগুলির মধ্যে ব্যারোমিটার দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় এবং অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ ও দিক নির্ণয় করা হয়। - আবহাওয়া স্টেশন, গ্রিনহাউস, এবং শিল্প কারখানায় সঠিক আর্দ্রতা বজায় রাখার জন্য হাইগ্রোমিটার অপরিহার্য।
- ভিটামিন-ই এর অন্যতম প্রধান বা সমৃদ্ধ উৎস হলো নানা ধরনের বাদাম (যেমন- কাঠবাদাম, চিনাবাদাম), সূর্যমুখীর বীজ এবং উদ্ভিজ্জ তেল। - বাদাম ছাড়াও বিভিন্ন সবুজ শাকসবজি, গমের অঙ্কুর বা স্প্রাউট এবং ডিমের কুসুমেও ভিটামিন-ই পাওয়া যায়। - সামুদ্রিক মাছে প্রধানত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন-ডি প্রচুর পরিমাণে থাকে। - ভিটামিন-সি এর প্রধান উৎস হলো লেবু, কমলা এবং অন্যান্য টক জাতীয় ফল। - খাসির কলিজা সাধারণত ভিটামিন-এ, ভিটামিন-বি কমপ্লেক্স এবং আয়রনের চমৎকার উৎস হিসেবে পরিচিত। - ভিটামিন-ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়। - এই স্তরগুলো হলো: ১. ট্রপোস্ফিয়ার (Troposphere), ২. স্ট্র্যাটোস্ফিয়ার (Stratosphere), ৩. মেসোস্ফিয়ার (Mesosphere), ৪. থার্মোস্ফিয়ার (Thermosphere) ও ৫. এক্সোস্ফিয়ার (Exosphere)। - বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্দমণ্ডল বলে। - এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে গড়ে উপরে ১২ থেকে ১৮ কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। - এই স্তরে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় ও বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, তাই একে ক্ষুব্দমণ্ডল বলা হয়। - এই স্তরের উপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে ওজোন স্তর অবস্থিত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- লিভার যদি ঠিকমত কাজ না করে তবে রক্তে বিলিরুবিন নামক এক ধরণের রঞ্জক পদার্থের মাত্রা বেড়ে যায়। - রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়, যা জন্ডিস নামে পরিচিত। - তাই জন্ডিস হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকরা রক্তে সিরাম বিলিরুবিন (Serum Bilirubin) পরীক্ষা করতে দেন। - সাধারণত সুস্থ মানুষের রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২ থেকে ১.২ mg/dL এর মধ্যে থাকে। - বাকি অপশনগুলোর মধ্যে Hemoglobin রক্তাল্পতা বোঝার জন্য, S. Creatinine এবং eGFR কিডনির কার্যকারিতা পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।
- এলাচ উৎপাদনের দিক থেকে গুয়াতেমালা বর্তমানে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। - এই দেশটি প্রতি বছর গড়ে প্রায় ৩৭ হাজার টন এলাচ উৎপাদন করে থাকে। - যা সারা বিশ্বের মোট এলাচ উৎপাদনের প্রায় ৬০ শতাংশের বেশি। - গুয়াতেমালার পরেই এলাচ উৎপাদনের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, যদিও স্থানীয় চাহিদার কারণে ভারত রপ্তানিতে পিছিয়ে। - ইন্দোনেশিয়া এলাচ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। - এলাচকে সাধারণত "মসলার রানী" বলা হয় এবং এটি মূলত দুই প্রকার: ছোট এলাচ ও বড় এলাচ।
- ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। - রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি ছিল ২২তম আসর। - এ উৎসবে ৭৪টি দেশের মোট ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। - এবারের আসরের প্রতিপাদ্য ছিল 'নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ'। - উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় ‘জাংগল’ (Jungle)।
- বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারা ১৯২৮ সালের ১৪ই জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন একজন বিখ্যাত আর্জেন্টাইন মার্কসবাদী বিপ্লবী, চিকিৎসক, লেখক এবং গেরিলা নেতা। - ১৯৫৩ সালে তিনি ডাক্তারি পাস করেছিলেন বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে। - ফিদেল কাস্ত্রোর সাথে মিলে তিনি কিউবার বিপ্লবে প্রধান ভূমিকা পালন করেছিলেন।
- মন্ট্রিল প্রোটোকল ১৯৮৭ একটি আন্তর্জাতিক চুক্তি, যা পৃথিবীর ওজন স্তরকে (Ozone Layer) রক্ষা করার জন্য করা হয়েছিল। - এই চুক্তির মূল লক্ষ্য ছিল ওজন স্তর ক্ষয়কারী সিএফসি (CFCs) গ্যাস সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বন্ধ করা। - চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এবং এটি কার্যকর করা হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সাল থেকে। - বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ পরিবেশবাদী চুক্তিটি অনুমােদন করে ১৯৯০ সালে। - ওজন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, তাই এই চুক্তিটি পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- উত্তর ও পশ্চিম আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র হলো কেপ ভার্দে। - দশটি আগ্নেয় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটির রাজধানী হলো প্রায়া (Praia)। - পর্তুগিজ শব্দ 'প্রায়া' বা 'Praia' শব্দের অর্থ হলো 'সমুদ্র সৈকত'। - এই শহরটি কেপ ভার্দের বৃহত্তম দ্বীপ সান্তিয়াগোতে অবস্থিত। - শহরটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। - অন্যদিকে গ্যাবনের রাজধানী লিব্রেভিল, বেনিনের রাজধানী পোর্টো-নোভো এবং বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগু।
- কিয়োডো নিউজ হল জাপানের একটি প্রধান সংবাদ সংস্থা বা নিউজ এজেন্সি। - এই সংস্থাটি জাপানের টোকিও শহরের মিনাটোতে অবস্থিত। - ১৯৪৫ সালের নভেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি অলাভজনক সমবায় সংস্থা হিসেবে পরিচালিত হয়। - কিয়োডো নিউজ জাপানি এবং ইংরেজি সহ একাধিক ভাষায় সংবাদ পরিবেশন করে থাকে। - এটি জাপানের শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং সম্প্রচার সংস্থাগুলোর কাছে সংবাদ এবং ছবি সরবরাহ করার জন্য বিখ্যাত।
- ফ্রান্স ১৯০৬ থেকে ১৯১২ সালে সংঘটিত ওয়াদাই যুদ্ধে ওয়াদাই সাম্রাজ্য ও তাদের মিত্রদের বিরুদ্ধে জয়লাভ করেছিল। - ওয়াদাই যুদ্ধ মূলত ফ্রান্স এবং ওয়াদাই সাম্রাজ্যের মধ্যে সংঘটিত হয়েছিল, যা বর্তমান চাদ এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র অঞ্চলে অবস্থিত ছিল। - ১৯০৯ সালে ফরাসি বাহিনী ওয়াদাই সাম্রাজ্যের রাজধানী আবেচে (Abéché) দখল করে নেয়। - এই যুদ্ধ জয়ের ফলে ফ্রান্স ওয়াদাই অঞ্চলকে তাদের ফরাসি নিরক্ষীয় আফ্রিকা (French Equatorial Africa) উপনিবেশের অংশ হিসেবে সংযুক্ত করতে সক্ষম হয়। - ওয়াদাই সাম্রাজ্যের সুলতান দুদমুরা (Doudmurrah) ফরাসি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত হন এবং ১৯১২ সালে আত্মসমর্পণ করেন।
- 'বিটিএস' বা 'বাংতান সনিওনদান' (Bangtan Sonyeondan) হলো দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত সাত সদস্যের বয় ব্যান্ড। - এই ব্যান্ডটি ২০১৩ সালে সিউলে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। - বিটিএস-এর সদস্যরা হলেন- জংকুক, ভি, জিমিন, আরএম, জে-হোপ, সুগা এবং জিন। - তাদের গানগুলো সাধারণত মানসিক স্বাস্থ্য, তারুণ্যের সমস্যা, ভালোবাসা এবং আত্ম-উন্নয়নের মতো বিষয়গুলো তুলে ধরে। - এই দলটি কে-পপ (K-pop) ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
- নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কারণ, উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে গভীর রাতেও সূর্য দেখা যায়। - মে থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই মাস এখানে সূর্য অস্ত যায় না। - এই সময় উত্তর গোলার্ধে একটানা সূর্যের আলো পাওয়া যায়, ফলে নরওয়েতে রাতের বেলাতেও দিনের মতো আলো থাকে। - নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে এই দৃশ্য সবথেকে ভালোভাবে দেখা যায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। - জাতিসংঘ কর্তৃক ১৯৪৮ সালে জেনেভাতে এক সম্মেলনের মাধ্যমে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। - ১৯৫৯ সালে এটি প্রথম কার্যক্রম শুরু করে এবং ১৯৮২ সালে এর বর্তমান নাম গ্রহণ করে। - বর্তমানে ১৭৬টি সদস্য দেশ এবং ৩টি সহযোগী সদস্য নিয়ে সংস্থাটি গঠিত। - এই সংস্থাটির প্রধান কাজ হলো আন্তর্জাতিক নৌ-পরিবহন নিরাপত্তা, সুরক্ষা এবং সমুদ্রে দূষণ প্রতিরোধ করা।
- ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। - এই হ্রদটি আফ্রিকার তিনটি দেশের সীমান্তে অবস্থিত। - দেশগুলো হলো- তানজানিয়া (৪৯%), উগান্ডা (৪৫%) এবং কেনিয়া (৬%)। - নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ, যার সাথে ভিক্টোরিয়া হ্রদের কোনো ভৌগোলিক সংযোগ নেই। - ১৮৫৮ সালে ব্রিটিশ অভিযাত্রী জন হ্যানিং স্পিক এই হ্রদ আবিষ্কার করেন এবং রাণী ভিক্টোরিয়ার নামানুসারে এর নামকরণ করেন। - এটি বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় হ্রদ এবং নীল নদের প্রধান উৎস হিসেবে পরিচিত।
- MI6 হলো যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা, যা আনুষ্ঠানিকভাবে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (SIS) নামে পরিচিত। - এই সংস্থাটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান সদরদপ্তর লন্ডনের ভক্সহল ক্রসে অবস্থিত। - MI6 এর প্রধান কাজ হলো যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য বিদেশের গোপন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। - জেমস বন্ড চলচ্চিত্রের কাল্পনিক চরিত্র ‘০০৭’ বা জেমস বন্ডকে এই সংস্থার একজন এজেন্ট হিসেবে দেখানো হয়, যা এই সংস্থাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে। - যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকে MI5 (Security Service), আর বিদেশের গোয়েন্দাবৃত্তির দায়িত্বে থাকে MI6।
- Qantas হলো অস্ট্রেলিয়ার আত্বীয় বা পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। - এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত বিশ্বের তৃতীয় প্রাচীনতম এবং ইংরেজিভাষী বিশ্বের প্রাচীনতম বিমান সংস্থা। - এর সদর দপ্তর সিডনিতে এবং মূল হাব বা কেন্দ্রটি সিডনি বিমানবন্দরে অবস্থিত। - এই এয়ারলাইন্সের ডাকনাম হলো 'দ্য ফ্লাইং ক্যাঙ্গারু'। - এটি বিখ্যাত ওয়ানওয়ার্ল্ড (Oneworld) এয়ারলাইন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য।
- স্যার উইনস্টন চার্চিল ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। - তিনি তাঁর ঐতিহাসিক ও জীবনীমূলক রচনার পাণ্ডিত্য এবং মানবিক মূল্যবোধ রক্ষায় তাঁর বাগ্মীতার জন্য এই পুরস্কার পান। - নোবেল কমিটি বিশেষভাবে তাঁর 'The Second World War' (ছয় খণ্ডে রচিত স্মৃতিকথা) গ্রন্থটির জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করে। - উল্লেখ্য, অনেকেই ভাবেন তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, যা একটি ভুল ধারণা। তিনি সাহিত্যে নোবেলজয়ী একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী।
অপশনের অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য: - জর্জ বার্নাড শ: তিনি একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং সাহিত্য সমালোচক। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি রাজনীতিবিদ ছিলেন না, বরং সমাজতন্ত্রী ও ফেবিয়ান সোসাইটির সদস্য ছিলেন। - সল বেলো: তিনি কানাডিয়ান-আমেরিকান লেখক। তিনি ১৯৭৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। - লাইনাস পলিং: তিনি একজন বিখ্যাত রসায়নবিদ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বিষয়ে এককভাবে নোবেল পেয়েছেন (রসায়নে ১৯৫৪ এবং শান্তিতে ১৯৬২)। তিনি কোনো সাহিত্যিক বা রাজনীতিবিদ নন। • উইনস্টন চার্চিল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: - The Story of the Malakand Field Force (১৮৯৮), - The River War (১৮৯৯), - Savrola (১৯০০ - এটি তাঁর একমাত্র উপন্যাস), - The World Crisis (১৯২৩–১৯৩১), - My Early Life (১৯৩০), - Marlborough: His Life and Times (১৯৩৩–১৯৩৮), - The Second World War (১৯৪৮–১৯৫৩), - A History of the English-Speaking Peoples (১৯৫৬–১৯৫৮)।
- ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। - ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত হবে। - এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে উত্তর আমেরিকার তিনটি দেশ: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। - টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। - মেটলাইফ স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং এতে ৮২,৫০০ দর্শকের ধারণক্ষমতা রয়েছে।
- প্রতিবছর ৯ ডিসেম্বর দেশব্যাপী পালিত হয় ‘বেগম রোকেয়া দিবস’। - বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। - ১৮৮০ সালের ৯ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের ঠিক একই তারিখে অর্থাৎ ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। - এই মহিয়সী নারীর স্মরণে বাংলাদেশ সরকার এই দিনটিতে বিশিষ্ট নারীদেরকে ‘রোকেয়া পদক’ প্রদান করে থাকে। - অন্যদিকে, ৩ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস, ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- 'বাংলাদেশের জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক' সংক্রান্ত ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ (The Bangladesh National Anthem, Flag and Emblem Order, 1972) এবং পরবর্তীতে প্রণীত বিধিমালা (Rules) অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। - এই বিধিমালা অনুসারে, কোনো সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং কোনো শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দিনের কার্যক্রম শুরুর সময় জাতীয় সংগীত বাজানো বিধিসম্মত। - যেহেতু বিপিএটিসি (BPATC) একটি শীর্ষস্থানীয় সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, তাই সেখানে প্রতিদিনের প্রশিক্ষণের শুরুতে জাতীয় সংগীত বাজানো বিধির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। - ১৯৭২ সালের ১২ জানুয়ারি মন্ত্রীসভার প্রথম বৈঠকে ‘আমার সোনার বাংলা’ গানটির প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়, যার রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। - বিধি অনুযায়ী, সাধারণত কোনো অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের প্রথম ৪ চরণ (instrmental/যন্ত্রসঙ্গীত) বাজানো হয়ে থাকে, তবে কণ্ঠসঙ্গীত হিসেবে গাইলে প্রথম ১০ লাইন গাওয়া হয়।
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের দায়িত্বের মেয়াদ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। - সংবিধানের এই অনুচ্ছেদ অনুসারে, পিএসসির চেয়ারম্যান বা কোনো সদস্যের দায়িত্বের মেয়াদ হবে তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর। - অথবা, তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এ দুটির মধ্যে যেটি আগে ঘটবে। - অর্থাৎ, যদি কোনো সদস্যের বয়স ৬৫ বছর পূর্ণ হয়ে যায় কিন্তু ৫ বছরের মেয়াদ শেষ না হয়, তবুও তাকে অবসরে যেতে হবে। - আবার, যদি ৫ বছর পূর্ণ হয়ে যায় কিন্তু বয়স ৬৫ না হয়, তাহলেও তার মেয়াদ শেষ হয়ে যাবে। - পূর্বে পিএসসির সদস্যদের অবসরের বয়সসীমা ৬২ বছর ছিল, যা পরবর্তীতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৬৫ বছর করা হয়।
- আইএমএফ (IMF) এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ২,৮২০ মার্কিন ডলার। - একই পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালে এই আয় বেড়ে দাঁড়াতে পারে ৩,০৩০ ডলারে। - এর আগে, ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার। - বিশ্ব অর্থনৈতিক মন্দা ও ডলারের দাম বাড়ার প্রভাবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় কিছুটা কমে ২,৭৮৪ ডলারে নেমে আসে। - আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর মতে, ২০২৯ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ৩,৭০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- একুশে পদক বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার। - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি-বিষয়ক পদকের প্রাথমিক বাছাই কাজ সম্পন্ন করে। - অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ তাদের সংশিষ্ট বিষয়ের পদক প্রস্তাবগুলো পরীক্ষা করে। - এরপর প্রাথমিক তালিকাটি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়। - এই কমিটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায়। - সবশেষে মন্ত্রিপরিষদ বিভাগ একুশে পদক প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।