গণপূর্ত অধিদপ্তর (অফিস সহায়ক) - ২০-০৫-২০২৩ (70 টি প্রশ্ন )
- COP এর পূর্ন নাম- Conference of the Parties
- ১৯৯২ সালে জলবায়ুতে মানুষের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর COP অনুাষ্ঠত হয়।
- ২০২৪ সালে কপ-২৯ অনুষ্ঠিত হবে আজারবাইজানে।
- ব্রাজিল ২০২৫ সালের কপ-৩০ এর আয়োজন করবে।
- ২০২৮ সালের কপ-৩৩ আয়োজনের প্রস্তাব করে ভারত।
- সরকারি নোট: ১ টাকা, ২ টাকা ও ৫ টাকা যেখানে স্বাক্ষর করেন অর্থ সচিব

- ব্যাংক নোট:
- ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা
- এইগুলো স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ।

- সুতরাং, সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট ১০ টাকা ।
বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ এক প্রকারের তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্যের সীমা ১ মিলিমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এই তরঙ্গ খালি চোখে দেখা যায় না। বেতার তরঙ্গের কম্পাঙ্ক দৃশ্যমান আলোর থেকে কম - ৩ কিলোহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ।
কিছু গুরুপুর্ণ তথ্যঃ 
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি. 
- বেগুনি কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম
- বেগুনি আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি
- লাল আলোর প্রতিসরণ সবচেয়ে কম
- বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি
- লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম
- বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি
- লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম

দেওয়া আছে,
a + b = 7
এবং ab = 10

আমরা জানি,
(a - b)2 = (a + b)2 - 4ab
            = 72 - 4 × 10
            = 49 - 40
            = 9
x3 = 64
⇒ x3 = 43
∴ x = 4

৪/৫ কে শতকরায় নিলে = (৪/৫) × ১০০ = ৪ × ২০ = ৮০%
আমরা জানি, 

• ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) x ভুমি x উচ্চতা

• বাহুর দৈর্ঘ্য a একক, ভূমির দৈর্ঘ্য b একক হলে,
- সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/৪√(৪a2-b2)

• প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে,
- সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3a2/4

• সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = লম্ব+ ভূমি2 = অতিভুজ2
- ১ - ১ + ১
= - ১ + (১ - ১)
= - ১ + ০
= - ১ 
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু-ই হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা। 

এখন,
১২৫ = ৫ × ৫ × ৫
১৪৫ = ৫ × ২৯

১২৫ ও ১৪৫ এর গ. সা. গু = ৫
∴ ৫ জন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি।

• (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)

• সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো ২ ।
আমরা জানি, I= Pnr/100
⇒ r = I×100/P×n
      =1200×100/3000×4
      =10
আমরা জানি,
ভাজ্য= ভাজকxভাগফল+ ভাগশেষ
   = ১০x১০+১
   = ১০০+১
   = ১০১
- দুইটি একইজাতীয় রাশির একটির তুলনায় অপরটি কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়।
- এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
- রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই।
মনে করি, ল.সা.গু = ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু ⨯ গ.সা.গু
বা, ১২০ = ক ⨯ ১২
বা, ক = ১২০/১২

অতএব, ক = ১০
আমরা জানি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 'ক' হলে এর ক্ষেত্রফল = ক 

প্রশ্নমতে,
 ক = ২২৫

⇒ ক = √২২৫

⇒ ক = ১৫ 


∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১৫ মিটার 
"π'' এর মান = 3.1416
৩ ভাইয়ের মোট বয়স = ৩ × ১৬ = ৪৮ বছর
বাবাসহ তাদের মোট বয়স = ৪ × ২৫ = ১০০ বছর
∴ বাবার বয়স = ১০০ - ৪৮ = ৫২ বছর
• সমকোণ হয় - ৯০°
• সূক্ষ্মকোণ হয় - (০ - ৮৯°)
• স্থূলকোণ হয় - (৯১° - ১৭৯°)
• সরলকোণ হয় - ১৮০°


- ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি.
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ লিটার =১০০০ মিলিলিটার
- ১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি
- ১ মাইল = ১৬০৯ মি.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• ৬২৫ = ২৫ x ২৫ = ২৫

• √৬২৫ = √২৫ = ২৫ 
 

- বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস সমূহঃ
  Keyboard, Mouse, Joy Stick, Microphone, Scanner ইত্যাদি।

- বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস সমূহঃ
  Monitor; Printer; Audio Speakers; Headphones ইত্যাদি।

-সোমপুর বিহার বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলায় অবস্থিত।
-এ বিহারটি পাল বংশের ২য় রাজা ধর্মপাল দেব (৭৮১-৮২১) নির্মাণ করেন।
-১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল বিহারটি আবিষ্কার করেন এবং ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতি প্রদান করে।
২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এ আসরে
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ ডিসেম্বর বিশ্বে ভুটানই সর্বপ্রথম সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে (ভারত দ্বিতীয়)।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।
- বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে ৪ টি।
১।বেতবুনিয়া (রাঙ্গামাটি)১৯৭৫ সালে,
২।তালিবাবাদ(গাজীপুর)১৯৮২ সালে,
৩।মহাখালী (ঢাকা)১৯৯৫ সালে,
৪। সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে ৮ জানুয়ারি, ১৯৭২ সালে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বেলা ১টা ৪১ মিনিটে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেন।
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এর আয়তন ১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.। এটি দেখতে বৃহদাকার ত্রিভুজের মতো।
- প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা ১১০৩৩ মিটার (৩৬১৯৯ ফুট)। এটি পৃথিবীর গভীরতম স্থান।
- Dead Sea (মৃত সাগর) একটি লবণাক্ত হ্রদ। এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, গ্রন্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১,২৪০ ফুট। বৈকাল বিশ্বের গভীরতম হ্রদ। এটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত।
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ), জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 ১ লিটার বিশুদ্ধ পানির ওজন = ১ কেজি = ১০০০ গ্রাম 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0