জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (হিসাব সহকারী) - ২৩.১২.২০২৩ (70 টি প্রশ্ন )
- যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
- যেমন: সৎ, ভালো, সুন্দর।

অন্যদিকে, 
- মহত্ত্ব, সতীত্ব ও সৌন্দর্য হলো বিশেষ্য পদ।
• পান করিবার যোগ্য- পেয়

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- যা চুষে খাবার যোগ্য = চোষ্য, 
- যা চিবিয়ে খাবার যোগ্য = চর্ব্য,
- যা চেটে খাবার যোগ্য = লেহ্য। 
- হনন করার ইচ্ছা → জিঘাংসা। 

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- সব বিষয়ে অল্প জ্ঞান যার → পল্লবগ্রাহী
- যিনি স্মৃতি শাস্ত্র জানেন → স্মার্ত 
- যা লাভ করা যায় না → অলভ্য 
- যা জয় করা কষ্টকর → দুর্জয়
- গাছে উঠতে পটু যে → গেছো
- গম্ভীর ধ্বনি → মন্দ্র
- মুক্তি পেতে ইচ্ছুক → মুমুক্ষু
- সম্মুখে অগ্রসর হয়ে → প্রত্যুদগমন
- রাত্রির শেষভাগ →পররাত্র
- যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে → জাতিস্মর
- যে বস্তি থেকে উৎখাত হয়েছে → উদ্বাস্তু
- যা বলার যোগ্য নয় → অকথ্য।
- জয় করার ইচ্ছা → জিগীষা
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
• যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
• পাওয়ার ইচ্ছা - ঈপ্সা
• বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন
• যা প্রমান করা যায় না - অপ্রমেয়
• একই সময়ে বর্তমণ - সমসাময়িক
• যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য।
• যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
• যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
- যেসব শব্দ দ্বারা স্ত্রী জাতি, পুরুষ জাতি কোনোটাই না বুঝিয়ে জড় পদার্থ বোঝায়, তাকে ক্লীব লিঙ্গ বলে।
- যা কিছু স্ত্রী লিঙ্গ এবং পুংলিঙ্গ নয়, তাকেই ক্লীবলিঙ্গ বলে।
- যেমনঃ গাড়ি ,খাট ,টেবিল ,পাথর ইত্যাদি ।
- যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস।
- বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্য রূপে ব্যবহৃত হয়।
- যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
- এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় ,তাকেই কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান ।
- সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় ,তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে ।
- যেমনঃ শশকের ন্যায় ব্যস্ত =শশব্যস্ত । প্রদত্ত উদাহরণে শশক '(খরগোশ ) বিশেষ্য পদ এবং 'ব্যস্ত ' বিশেষণ পদ ।
শুদ্ধ বানান - ইতোমধ্যে।

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- সমীচীন,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।
ভাষার ক্ষুদ্রতম একক/উপাদান  - ধ্বনি,
ভাষার মূল ভিত্তি - ধ্বনি,
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য,
ভাষার মূল উপকরণ - বাক্য,
ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল।
- সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়।
- অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।
- যেমন: ইহাদের (সাধু), এদের (চলিত); উহা (সাধু), ওটা/ও (চলিত); তাহাদের (সাধু), তাদের (চলিত)।
উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন;

অন্যদিকে, 
উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ;
যে উপকারীর উপকার স্বীকার করে না- অকৃতজ্ঞ।
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে: প্রোষিতভার্য। 

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ:
- যা কখনো নষ্ট হয় না: অবিনশ্বর
- যা পূর্বে ছিল এখন নেই: ভূতপূর্ব
- যা বলা হয় নি: অনুক্ত
- যা বলার যোগ্য নয়: অকথ্য
- যা পূর্বে শোনা যায় নি: অশ্রুতপূর্ব
- যা পূর্বে দেখা যায় নি এমন: অদৃষ্টপূর্ব
- যা অধ্যয়ন করা হয়েছে: অধীত। 



অশুদ্ধ বানান - ভুমিষ্ঠ।
শুদ্ধ রূপ - ভূমিষ্ঠ। 
শুদ্ধ বানান - সুষ্ঠু। 

অশুদ্ধ বানান  এবং শুদ্ধ রূপ:
পুরষ্কার (অশুদ্ধ) → পুরস্কার (শুদ্ধ)
পরিস্কার (অশুদ্ধ) → পরিষ্কার (শুদ্ধ)
সুষ্ঠ (অশুদ্ধ) → সুষ্ঠু (শুদ্ধ)
- বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে-ত্ব ও-তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে।
যেমন:
- কৃতী → কৃতিত্ব,
- দায়ী → দায়িত্ব,
- প্রতিযোগী → প্রতিযোগিতা,
- মন্ত্রী → মন্ত্রিত্ব
- সহযোগী → সহযোগিতা। 
- অশুদ্ধ বানান - উচিৎ।
- এর শুদ্ধ রূপ- উচিত। 
- এটি সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- এর প্রকৃতি প্রত্যয়: √উচ্‌ + ত।
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়।
- যেমন: ষট্+যন্ত্র (ট্+য = ড্‌ = য) = ষড়যন্ত্র।
- বিসর্গ সন্ধির নিয়মানুসারে, বিসর্গযুক্ত ই-ধ্বনি বা উ- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ (ঃ) স্থানে 'ষ' হয়।
- যেমন: দুঃ+পাচ্য (উঃ+প = উ+ষ্প) = দুষ্পাচ্য।
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়।
যেমন:
- ষট্+যন্ত্র (ট্+য = ড্‌ = য) = ষড়যন্ত্র।
- দিক্+বিজয় (ক্+ব = গ্‌+ব) = দিগ্বিজয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ত্ ও দ্‌ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্‌ হয়।
- যেমন: পদ্‌+হতি (দ্‌+হ = দ্‌+ধ = দ্ধ) = পদ্ধতি। 
- Hamlet হচ্ছে William Shakespeare এর সর্ববৃহৎ নাটক।
- Denmark এর রাজহত্যা এবং তার পুত্রের প্রলম্বিত প্রতিশোধই এ নাটকের মূল উপজীব্য বিষয়।

এ নাটকের অন্যতম চরিত্রগুলো হলো-
- Prince Hamlet,
- King Hamlet,
- Gertrude,
- Cladius,
- Horatio,
- Ophelia,
- Laertes.
শুদ্ধ বানান: Restaurant ( রেস্তোরাঁ )
- "আমি গতকাল পরীক্ষা দিয়েছি" একটি অতীতকালীন কাজ বোঝায়।
- ইংরেজি বাক্যে সঠিকভাবে অতীত বোঝাতে Simple Past Tense ব্যবহার করা হয়।
- Subject (I) + Past Tense Verb (appeared) + Object (in the examination yesterday)।

অতএব, ‘আমি গতকাল পরীক্ষা দিয়েছি’ এর ইংরেজি অনুবাদ - I appeared in the examination yesterday. 
- শব্দের শুরুতে থাকা Vowel 'U' এর উচ্চারণ যদি (U-ইউ) এর মতই হয় তাহলে সেসব শব্দের পূর্বে An না বসে A বসে।
- যেমন: a European, a University, a Ewe ইত্যাদি।
• Cock and bull story (মিথ্যা বা আজগুবি গল্প) idiom-টির অর্থ- a false story.

গুরত্বপূর্ণ কিছু Idiom-
• By and by ( খুব শীঘ্রই ) Idiom-টির অর্থ- soon.
• In lieu of (পরিবর্তে) idiom-টির অর্থ: in exchange.
• Blue blood (অভিজাত) idiom-টির অর্থ- Noble birth.
• Get rid of (কোন কিছু থেকে মুক্তি পাওয়া) idiom টির অর্থ-To be free from.
• Take somebody to task (তিরস্কার করা) idiom -টির অর্থ - criticize.
• Take to heart ( মর্মাহত হওয়া) idiom- টির অর্থ- be affected deeply.
• To see eye to eye (একমত হওয়া) idiom-টির অর্থ- agreeing with someone.
- কিছু কিছু শব্দ আছে যেগুলো noun এবং verb উভয় রূপেই ব্যবহৃত হয়।
- যেমন: Dream, dog, dance, discipline ইত্যাদি।
Positive - Comparative - Superlative
Good      -   better          -     best
Bad         -   worse         -   worst
♦ Positive - Comparative - Superlative:
Bold - bolder - boldest
• Deep - deeper - deepest
• Rich - richer - richest
• Happy - happier - happiest
♦ Positive - Comparative - Superlative:
• Much -- more -- most
• Fine -- finer -- finest
• Heavy -- heavier  -- heaviest
• Fat -- fatter -- fattest  

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'মুক্তি পাওয়া/ এড়িয়ে যাওয়া/ নিস্তার পাওয়া' অর্থে escape এর পরে preposition হিসেবে from বসে।
- Man has no escape from death- মৃত্যুর হাত থেকে মানুষের কোনো নিস্তার নেই।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0