ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
- যেসব শব্দ দ্বারা স্ত্রী জাতি, পুরুষ জাতি কোনোটাই না বুঝিয়ে জড় পদার্থ বোঝায়, তাকে ক্লীব লিঙ্গ বলে। - যা কিছু স্ত্রী লিঙ্গ এবং পুংলিঙ্গ নয়, তাকেই ক্লীবলিঙ্গ বলে। - যেমনঃ গাড়ি ,খাট ,টেবিল ,পাথর ইত্যাদি ।
- যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস। - বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্য রূপে ব্যবহৃত হয়। - যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। - এখানে 'বহু' কিংবা 'ব্রীহি' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় ,তাকেই কর্মধারয় সমাস বলে। - কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান । - সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় ,তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে । - যেমনঃ শশকের ন্যায় ব্যস্ত =শশব্যস্ত । প্রদত্ত উদাহরণে শশক '(খরগোশ ) বিশেষ্য পদ এবং 'ব্যস্ত ' বিশেষণ পদ ।
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। - সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। - সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। - সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। - অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। - সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। - অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। - যেমন: ইহাদের (সাধু), এদের (চলিত); উহা (সাধু), ওটা/ও (চলিত); তাহাদের (সাধু), তাদের (চলিত)।
গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: - যা কখনো নষ্ট হয় না: অবিনশ্বর - যা পূর্বে ছিল এখন নেই: ভূতপূর্ব - যা বলা হয় নি: অনুক্ত - যা বলার যোগ্য নয়: অকথ্য - যা পূর্বে শোনা যায় নি: অশ্রুতপূর্ব - যা পূর্বে দেখা যায় নি এমন: অদৃষ্টপূর্ব - যা অধ্যয়ন করা হয়েছে: অধীত।
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। - যেমন: ষট্+যন্ত্র (ট্+য = ড্ = য) = ষড়যন্ত্র।
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। যেমন: - ষট্+যন্ত্র (ট্+য = ড্ = য) = ষড়যন্ত্র। - দিক্+বিজয় (ক্+ব = গ্+ব) = দিগ্বিজয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- "আমি গতকাল পরীক্ষা দিয়েছি" একটি অতীতকালীন কাজ বোঝায়। - ইংরেজি বাক্যে সঠিকভাবে অতীত বোঝাতে Simple Past Tense ব্যবহার করা হয়। - Subject (I) + Past Tense Verb (appeared) + Object (in the examination yesterday)।
অতএব, ‘আমি গতকাল পরীক্ষা দিয়েছি’ এর ইংরেজি অনুবাদ - I appeared in the examination yesterday.
- শব্দের শুরুতে থাকা Vowel 'U' এর উচ্চারণ যদি (U-ইউ) এর মতই হয় তাহলে সেসব শব্দের পূর্বে An না বসে A বসে। - যেমন: a European, a University, a Ewe ইত্যাদি।
• Cock and bull story (মিথ্যা বা আজগুবি গল্প) idiom-টির অর্থ- a false story.
গুরত্বপূর্ণ কিছু Idiom- • By and by ( খুব শীঘ্রই ) Idiom-টির অর্থ- soon. • In lieu of (পরিবর্তে) idiom-টির অর্থ: in exchange. • Blue blood (অভিজাত) idiom-টির অর্থ- Noble birth. • Get rid of (কোন কিছু থেকে মুক্তি পাওয়া) idiom টির অর্থ-To be free from. • Take somebody to task (তিরস্কার করা) idiom -টির অর্থ - criticize. • Take to heart ( মর্মাহত হওয়া) idiom- টির অর্থ- be affected deeply. • To see eye to eye (একমত হওয়া) idiom-টির অর্থ- agreeing with someone.
- 'মুক্তি পাওয়া/ এড়িয়ে যাওয়া/ নিস্তার পাওয়া' অর্থে escape এর পরে preposition হিসেবে from বসে। - Man has no escape from death- মৃত্যুর হাত থেকে মানুষের কোনো নিস্তার নেই।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।