Solution
Correct Answer: Option B
যে clause একটি sentence এ যেকোন noun এর পরিবর্তে বসে এবং subject, object বা complement হিসেবে ভূমিকা পালন করে তাকে noun clause বলে ।Noun Clause চেনার সহজ উপায়: Verb কে "কে/কারা" দিয়ে প্রশ্ন করলে Subject পাওয়া যাবে। আবার "কি" দিয়ে বাক্যকে প্রশ্ন করলে যে Clause উত্তর দেয় তবে সেটি Noun Clause হবে। তাছাড়া to ছাড়া বাকি preposition এর পর Noun Clause বসে।