পরজীবী এক ধরনের জীব যা মানুষ সহ অন্যান্য পশুপাখির দেহে বসবাস করে। পরজীবী দুই ধরনের। বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী।
- পরজীবী পোকা ফসলের ক্ষতিকর পোকার ডিম ও ছোট বাচ্চা খেয়ে ফেলে । হলুদ মাজরা ও বোলতা পরজীবী পোকা ।
- ম্যালেরিয়া, কালাজ্বর, জিয়ার্ডিয়াসিস ইত্যাদি হলো গুরুত্বপূর্ণ পরজীবীঘটিত মানবদেহের রোগ।