কোন pH এ আলুর ফলন ভাল হয়?

A ২-৩

B ৪-৪.৫

C ৫-৭

D ৮-৯

Solution

Correct Answer: Option C

আলু চাষের জন্য জমি তৈরি ও বীজ বপনের উপজুক্ত সময় কার্তিক মাস ।আলুর ভাল ফলনের জন্য মাটির PH হওয়া দরকার ৫.৫-৬.0
-  উন্নত জাতের আলুর চাষ হচ্ছে তার মধ্যে হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা জাতটি সবচেয়ে বেশি চাষ হয়েছে।
- দেশি জাতসমূহের মধ্যে আউশা, চল্লিশা, দোহাজারী লাল, ফেইন্তাশীল, হাসরাই, লাল পাকরী, লালশীল, পাটনাই, সাদা গুটি শীল বিলাতী ও সূর্যমূখী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions