কোন গ্রুপের বালাইনাশক সবচেয়ে বেশি নিষিদ্ধ করা হয়েছে ?

A অর্গানো কার্বামেট

B অর্গানো ফসফরাস

C অর্গানো ক্লোরিনেটেড

D পাইরিথ্রয়েডস

Solution

Correct Answer: Option C

অর্গানো ক্লোরিনেটেড গ্রুপের কীটনাশক গুলোর উদাহরণ হল ডিটিটি, ক্লোরডেন, এনড্রিন, লিনডেন.
- ১৯৯৫ সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির গভর্নিং কাউন্সিল যে ১২ টি ক্ষতিকর জৈব দূষণকে নিষিদ্ধ করে ,তার মধ্যে অর্গানো ক্লোরিনেটেড গ্রুপের সবগুলো বিদ্যমান আছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions