সৈয়দ শামসুল হক ১৭৮৩ সালের রংপুর দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নুরুলদীনের সংগ্রাম নিয়ে রচনা করেন বিখ্যাত নাটক 'নুরলদীনের সারা জীবন '।
- সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় ।
- এসএম সোলায়মানের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক 'এই দেশে এই বেশে ' ।
- সেলিম আল দীন রচিত মুক্তিযুদ্ধকেন্দ্রিক নাটক 'ঘুম নেই ' ।