- আলুর আগাম ধ্বসা রোগ (early blight of potato) Alternaria solani নামক ছত্রাকের আক্রমণে এই রোগ সংক্রমণ হয়।
- আলুর টিউবার,পাতা ও কান্ড আক্রান্ত হয়ে থাকে।
- আক্রান্ত গাছের পাতায় কিছু কিছু স্থানে বৃত্তাকার অথবা ষাঁড়ের চোখের মত দেখতে দাগ সৃষ্টি হয়।
আলুর গুরুত্তপুর্ণ কয়েকটি রোগ:
- আলুর আগাম ধ্বসা রোগ
- আলুর বিলম্বিত ধ্বসা রোগ
- আলুর মূল জটা রোগ
- আলুর অন্তর ফাঁপা রোগ
- আলুর পাতা মোড়ানো রোগ
- আলুর স্কাব আলুর সুতালি পোকা
- আলুর নরম পঁচা রোগ
- আলুর শুকনো পঁচা রোগ।