আলুর ধ্বসা রোগ কিসের দ্বারা হয়?

A ছত্রাক

B ব্যাকটেরিয়া

C ভাইরাস

D নেমাটোড

Solution

Correct Answer: Option A

- আলুর আগাম ধ্বসা রোগ (early blight of potato) Alternaria solani নামক ছত্রাকের আক্রমণে এই রোগ সংক্রমণ হয়।
- আলুর টিউবার,পাতা ও কান্ড আক্রান্ত হয়ে থাকে।
- আক্রান্ত গাছের পাতায় কিছু কিছু স্থানে বৃত্তাকার অথবা ষাঁড়ের চোখের মত দেখতে দাগ সৃষ্টি হয়। 

আলুর গুরুত্তপুর্ণ কয়েকটি রোগ:
- আলুর আগাম ধ্বসা রোগ 
- আলুর বিলম্বিত ধ্বসা রোগ 
- আলুর মূল জটা রোগ
- আলুর অন্তর ফাঁপা রোগ 
- আলুর পাতা মোড়ানো রোগ 
- আলুর স্কাব আলুর সুতালি পোকা 
- আলুর নরম পঁচা রোগ 
- আলুর শুকনো পঁচা রোগ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions