হুমায়ুন আহমেদ রচিত 'মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল ' জোছনা ও জননীর গল্প ' (২০০৪) উপন্যাস । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পুরো নয় মাসের বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে উপন্যাসটিতে
তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- অনিল বাগচির একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১।