হুমায়ুন আহমেদের 'জোছনা ও জননীর গল্প' উপন্যাস কী বিষয় অবলম্বনে রচিত?

A মুক্তিযুদ্ধ

B দেশভাগ

C গণঅভুথান

D ভাষা আন্দোলন

Solution

Correct Answer: Option A

হুমায়ুন আহমেদ রচিত 'মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল ' জোছনা ও জননীর গল্প ' (২০০৪) উপন্যাস । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পুরো নয় মাসের বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে উপন্যাসটিতে
তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- অনিল বাগচির একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions