কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input, Computer কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে input device বলে।
- কয়েকটি Input device হল : keyboard, mouse, scanner, OMR, OCR, MICR light pen etc .
অন্যদিকে পেনড্রাইভ এক ধরনের স্টোরেজ ডিভাইস যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর করা যায় ।