মাটির নমুনা পরীক্ষা করার জন্য কোন স্তর থেকে নমুনা সংগ্রহ করা হয়?
A জমির মাঝখানে
B কর্ষণ তল থেকে
C কর্ষণ স্তর থেকে
D আঁটল থেকে
Solution
Correct Answer: Option B
মাটির গুনাগুণ পরীক্ষা করার জন্য মাটির নমুনা সংগ্রহ করতে হয়।নমুনা সংগ্রহ করার জন্য এক বিঘা পরিমাণ জমি থেকে বিক্ষিপ্তভাবে ৯/১০ টি স্থান নির্বাচন করে জমির কর্ষণ তলের মাটি কোদাল দিয়ে কেটে নিতে হবে ।