প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?

A BARI

B BRRI

C BADC

D BINA

Solution

Correct Answer: Option C

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; যা তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন হিসেবে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে বিএডিসি নামকরণ করা হয় ।
- এর প্রধান অফিস ঢাকায় অবস্থিত ।
- বিএডিসি বাংলাদেশ কৃষি উপকরণ উৎপাদন ,সংগ্রহ ,পরিবহন ,সংরক্ষণ ,বীজ ও সার সরবরাহ এবং ভুপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করে ।
- Bangladesh Institiure of Nuclear Agriculture (BINA) ১৯৬১ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয় । 
- Bangladesh Rice Research Institute ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় ;যার সদর দপ্তর গাজীপুরে অবস্থিত । 
- Bangladesh Agriculture Research Institiute ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ।এর সদর দপ্তর গাজীপুরে অবস্থিত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions