বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে ?
A চীন
B ভারত
C যুক্তরাষ্ট্র
D জার্মানি
Solution
Correct Answer: Option A
বাংলাদেশ ২০২০-২০২১ অর্থবছরে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে ।যার পরিমাণ ৬২৭৮.৯৫ মি ডলার (জুলাই-মে) এবং আমদানি করে ১৪০৫ মি. ডলার ।অপর দিকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে ১০৩৮৩ মি . ডলার এবং রপ্তানি করে ৬০০ মি ডলার ।সুতরাং আমদানি -রপ্তানি বাণিজ্যের হিসাব করলে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণ বৈদেশিক বাণিজ্য করে চীনের সাথে ।