Solution
Correct Answer: Option C
pH এর মান অনুযায়ী মৃত্তিকা তিন ধরনের ।যথা-
-- অম্লীয় মৃত্তিকা -যার pH হল ৭ এর কম। এসিডিক pH সহনশীল ফসল আনারস ,লেবু ,চা ও কফি ।
-- ক্ষারীয় মৃত্তিকা - যার pH হল ৭ এর বেশি ।ক্ষারীয় সহনশীল ফসল খেজুর ,গম ,ধান ,গাজর, তুলা ।
-- নিরপেক্ষ pH হল ৭