বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। সঙ্গীতশতক তার প্রথম কাব্য। 'সারদামঙ্গল' কাব্য বিহারীলালের শ্রেষ্ঠ রচনা।
তার রচনাবলীঃ
স্বপ্নদর্শন (১৮৫৮),
সঙ্গীতশতক (১৮৬২)
মায়াদেবী (১৮৮২),
দেবরাণী (১৮৮২),
বন্ধুবিয়োগ (১৮৭০),
প্রেমপ্রবাহিণী (১৮৭০),
নিসর্গসন্দর্শন (১৮৭০),
বঙ্গসুন্দরী (১৮৭০),
সারদামঙ্গল (১৮৭৯),
নিসর্গসঙ্গীত (১৮৮১),
বাউলবিংশতি (১৮৮৭),
সাধের আসন (১৮৮৮-৮৯),
ধূমকেতু (১৮৯৯) ইত্যাদি।
- ফখরুখ আহমেদ 'ইসলামী স্বাতন্ত্র্য বাদী কবি'
- জীবনানন্দ দাশ 'রুপসী বাংলার কবি'
- কায়কোবাদ 'আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি'