Solution
Correct Answer: Option A
STARE : GLANCE এবং GULP : SIP – উভয় জোড়াই তীব্রতা বা মাত্রার পার্থক্য নির্দেশ করে।
- STARE (তাকিয়ে থাকা) মানে দীর্ঘসময় ধরে গভীরভাবে দেখা, আর GLANCE (উঁকিঝুঁকি দেওয়া) মানে খুব সংক্ষিপ্তভাবে চোখ বুলানো। এখানে পার্থক্য হলো তীব্রতার।
- GULP (গিলে ফেলা) মানে একসাথে অনেকটা পান করা, আর SIP (চুমুক দেওয়া) মানে অল্প করে পান করা। এখানেও তীব্রতার পার্থক্য রয়েছে।