মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -

A চিলেকোঠার সেপাই

B সূর্য সবুজ রক্ত

C হাজার বছর ধরে

D জাহান্নাম হইতে বিদায়

Solution

Correct Answer: Option D

শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধের প্রথম সময়কার চালচিত্র ভিত্তিক উপন্যাস 'জাহান্নাম হইতে বিদায়,
- ' আখতারুজ্জামান ইলিয়াস রচিত উনসত্তরের গণঅভুথান বিষয়ক উপন্যাস 'চিলেকোঠার সেপাই' ।
- আবহমান বাংলার জীবনচিত্র নিয়ে জহির রায়হান রচনা করেন 'হাজার বছর ধরে ' উপন্যাসটি ।
- রিজিয়া রহমান রচিত উপন্যাস 'সূর্য সবুজ রক্ত ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions