বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা ' কোথায় ঘোষণা করেন?

A ঢাকা

B চট্টগ্রাম

C লাহোর

D কলকাতা

Solution

Correct Answer: Option C

পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 'ছয় দফা ' দাবি পেশ করেন ।পরবর্তীতে ২৩ মার্চ ,১৯৬৬ সালে লাহোরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ' ঘোষণা করা হয় । 'ছয় দফা ' বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা ' দাবিকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions